২২ ফুটের লক্ষ্মী প্রতিমা, তাক লাগাতে চলেছে বীরভূমের এই গ্রাম

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর আগে আর হাতে মাত্র কয়েকটা দিন। এমন পরিস্থিতিতে আমজনতা থেকে শুরু করে দুর্গা পুজো কমিটিগুলির তৎপরতা শুরু হয়েছে। কিন্তু এসবের বাইরে বীরভূমের একটি গ্রাম এখন লক্ষ্মীপুজোর প্রস্তুতিতে মত্ত। তাদের তৎপরতা এখন চোখে পড়ার মতো। কেনই বা হবে না! কারণ তাদের লক্ষ্মী প্রতিমা যে দু’চার ফুটের নয়, একেবারে ২২ ফুটের।

Advertisements

২২ ফুটের এমন লক্ষ্মী প্রতিমা দিয়েই দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মীপূজো হতে চলেছে পুরন্দরপুরের আদিরে পাড়ায়। এখানকার আদিরে পাড়া সার্বজনীন লক্ষ্মীপূজো কমিটির তরফ থেকে এমন বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা তৈরি করার কাজ চলছে। এই লক্ষ্মী প্রতিমা যেমন বিশালাকৃতির ঠিক তেমনি বিশালাকৃতি তার বাহন পেঁচা। কম করে ৬-৭ ফুটের এই পেঁচার উপরেই দাঁড়িয়ে রয়েছেন দেবী লক্ষ্মী।

Advertisements

গত ১৫ দিনের বেশি সময় ধরে এই লক্ষ্মী প্রতিমা তৈরি করার কাজ শুরু হয়েছে। প্রতিমার কাঠামো তৈরি হওয়ার পর এখন তাতে মাটি দেওয়ার কাজ চলছে। এই প্রতিমা যিনি তৈরি করছেন সেই মৃৎশিল্পী অনিল বাগদি জানিয়েছেন, পুজোর আগেই প্রতিমা তৈরি করার কাজ শেষ হয়ে যাবে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, এর আগে কোথাও এত বড় লক্ষ্মী প্রতিমা তৈরি করার কাজ তিনি করেননি।

Advertisements

অন্যদিকে পুজো উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই পুজো ৩৫ বছরে পা রাখতে চলেছে। বীরভূমে এর আগে কোথাও এত বড় লক্ষ্মী প্রতিমা তৈরি করা হয়নি। পাশাপাশি রাজ্যেও কোথাও এত বড় লক্ষ্মী প্রতিমা তৈরি হয়েছে কিনা তাও তারা কোনদিন কারোর থেকে কিছু শোনেননি।

গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় এই পুজো প্রতিবছর আয়োজিত হয় এমনই জানা গিয়েছে। পুজোকে ঘিরে এখন থেকেই আলাদা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এলাকার বাসিন্দাদের মধ্যে। পূজোর সময় ছয় দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।

Advertisements