দূর হল চিন্তা, সহজেই মিলবে কনফার্ম টিকিট, হাওড়া শিয়ালদহ থেকে চলবে বাড়তি ট্রেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে এখন চলছে উৎসবের মরশুম। দুর্গাপুজো শেষ হলেও আগামী দিনে রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো সহ আরও বিভিন্ন ধরনের উৎসব। আর এই উৎসবের মরশুমে যখন ছুটির সংখ্যা অনেক বেশি থাকে তখন প্রত্যেকেই কোথাও বেড়াতে যেতে চান অথবা বাড়ি ফিরতে চান। স্বাভাবিকভাবেই এই মুহূর্তগুলিতে চাহিদা বাড়ে ট্রেনের টিকিটের। তবে এবার চাহিদার সঙ্গে যাতে সহজেই ট্রেনের টিকিট যাত্রীদের হাতে তুলে দেওয়া যায় তার জন্য রেলের (Indian Railways) তরফ থেকে বাড়তি একগুচ্ছ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisements

এমনিতে রেল পরিষেবা অনেক সস্তা এবং স্বাচ্ছন্দ হওয়ার কারণে অধিকাংশ মানুষই ট্রেনের ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চান। যে কারণে আগামী দিনে যখন ছট পুজো, কালীপুজো সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে তখনও ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে থাকবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এমন পরিস্থিতিতে বহু মানুষের কাছেই ট্রেনের টিকিট পাওয়া নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে বাড়তি ট্রেনের ঘোষণা সেই চিন্তা কিছুটা হলেও দূর হয়েছে।

Advertisements

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, উৎসবের এই মরশুমে ২৮৩ টি বিশেষ ট্রেন চলবে। যে সকল ট্রেনগুলি অন্ততপক্ষে ৪৪৮০ টি ট্রিপ করবে। দক্ষিণ মধ্য রেলের জন্য ৫৮টি বিশেষ ট্রেনের ঘোষণা হয়েছে এবং সেই সকল ট্রেনগুলি ৪০৪ টি ট্রিপ করবে। ৩৬ টি বিশেষ ট্রেন পেয়েছে পশ্চিম রেল। যেগুলি ১২৬৭ টি ট্রিপ করবে। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে পেয়েছে ২৪টি বিশেষ ট্রেন।

Advertisements

এছাড়াও সেন্ট্রাল রেলওয়ে ১৪ টি, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ৪২ টি, ইস্ট কোস্ট রেলওয়ে ১২টি, পূর্ব রেল ৮টি, উত্তর রেলওয়ে ৩৪টি, নর্থ ইস্টার্ন রেলওয়ে ৪টি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ২২টি, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ২৪টি, দক্ষিণ রেলওয়ে ১০টি, দক্ষিণ-পূর্ব রেলওয়ে ৮টি, সাউথ সেন্ট্রাল রেলওয়ে ৫৮টি, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ৮টি, ওয়েস্টার্ন রেলওয়ে ৩৬টি বিশেষ ট্রেন পেয়েছে এই উৎসবের মরশুমে।

রেলের তরফ থেকে সবচেয়ে চাহিদাপূর্ণ রুটগুলিকে বিশেষ ট্রেন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে। তবে তার সঙ্গে সঙ্গেই অন্যান্য সব ডিভিশনের কথা মাথায় রেখে সেই সকল রুটেও বিশেষ ট্রেনের বন্দোবস্ত করেছে। পূর্ব রেল পেয়েছে আটটি বিশেষ ট্রেন এবং এই সকল বিশেষ ট্রেনগুলি হাওড়া এবং শিয়ালদা থেকে বিভিন্ন রুটে যাতায়াত করবে।

Advertisements