নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলে (Indian Railways) বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই ট্রেনটি হল ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এই ট্রেনটির তুলনা এখন দেশের কোন ট্রেনের সঙ্গে করা যায় না। ইতিমধ্যেই এই ট্রেনটি দেশের ২৫টি রুটে যাতায়াত করছে। বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া অন্যান্য ট্রেনের তুলনায় বেশি হলেও রাজকীয়ভাবে ভ্রমণের সব রকম বন্দোবস্ত রয়েছে এই ট্রেনটিতে।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পর ট্রেনটি নীল সাদা রঙের দেখা গিয়েছিল। আগামী দিনে এই ট্রেনের নতুন সংস্করণ আসছে এবং যার রং হতে চলেছে গেরুয়া সাদা। নতুন রঙের ট্রেনটির ছবি সামনে আসার পর এই ট্রেন দেখতে আরও সুন্দর লাগছে বলেই মতামত প্রকাশ করতে দেখা যাচ্ছে যাত্রীদের একাংশকে। তবে শুধু রঙে পরিবর্তন নয়, এর পাশাপাশি আরও ২৫টি বদল আসছে নতুন বন্দে ভারতে।
বন্দে ভারতের নতুন সংস্করণে যে সকল পরিবর্তন আনা হচ্ছে সেগুলি মূলত যাত্রীদের সফর অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করে করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বন্দে ভারতের এই ২৫ পরিবর্তন যাত্রীদের সফরকে আরও স্বাচ্ছন্দ দেবে বলেই আশা করা হচ্ছে। যে সকল পরিবর্তন আনা হচ্ছে সেই সকল পরিবর্তন সম্পর্কে জানলে আপনিও আনন্দে লাফাবেন।
১) যাত্রাকালে ট্রেন যাতে আরও সুরক্ষিতভাবে যাতায়াত করে তার জন্য প্যানটোগ্রাফ হাই রাইজ করা হচ্ছে।
২) এবার ড্রাইভার ডেস্ক এক রকম রঙের ব্যবহার হবে।
৩) জরুরী ভিত্তিতে আরও ভালো দৃশ্যমান্যতার জন্য কোচগুলিতে যে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে তার দরজা আরও স্বচ্ছ করা হচ্ছে।
৪) ড্রাইভার নিয়ন্ত্রণে জরুরী স্টপ পুশ বোতামের ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে।
৫) ট্রেলার কোকের বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের দরজার জন্য হ্যাচ ডোরের ব্যবস্থা করা হচ্ছে।
৬) ট্রিম প্যানেলের ব্যবহার হবে।
৭) কোচের ভিতর থাকা এফআরপি প্যানেলে আনা হচ্ছে পরিবর্তন।
৮) থাকবে কুশন অপটিমাইজেশন।
৯) সিটে হেলান দেওয়ার বিশেষ সুবিধা যুক্ত করা হচ্ছে।
১০) বৃদ্ধি করা হচ্ছে ওয়াশ বেসিনের গভীরতা।
১১) মোবাইল চার্জিং পয়েন্ট যাতে সহজেই হাতের কাছে পাওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে।
১২) এক্সিকিউটিভ চেয়ার কারের সিটের রং লাল থেকে হয়ে যাবে নীল।
১৩) এক্সিকিউটিভ চেয়ার কারে ফুট রেস্ট আরও উন্নত করা হবে।
১৪) দিবাঙ্গজন যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য হুইল চেয়ার সুরক্ষিত পয়েন্টের ব্যবস্থা করা হচ্ছে।
১৫) টয়লেটের আলো যাতে আরও সুন্দরভাবে পাওয়া যায় তার জন্য ১.৫ ওয়াটের পরিবর্তে ২.৫ ওয়াট ব্যবহার করা হবে।
১৬) রোলার ব্লাইন্ড ফ্যাব্রিকের ব্যবহার করা হবে।
১৭) জলের ট্যাপ আরও উন্নত করা হবে।
১৮) এক্সিকিউটিভ চেয়ার কার ক্লাসে থাকবে ম্যাগাজিন ব্যাগ।
১৯) উন্নত করা হচ্ছে টয়লেট হ্যান্ডেল।
২০) পরিবর্তন করা হচ্ছে টয়লেট প্যানেলের।
২১) হ্যামার বক্সে আনা হচ্ছে পরিবর্তন।
২২) যুক্ত হচ্ছে বর্ডারলেস ইমারজেন্সি টকব্যাক ইউনিট।
২৩) কোচের ভিতরে আগুন সনাক্তকরণ এবং নিয়ন্ত্রণ করার জন্য যুক্ত করা হচ্ছে আরও উন্নত অ্যারোসল ভিত্তিক ব্যবস্থা।
২৪) আরও ভালো এয়ারকন্ডিশনারের জন্য ব্যবহার করা হবে এয়ার টাইটনেস ব্যবস্থা।
২৫) উন্নত করা হচ্ছে লাগেজ রেকের লাইট ব্যবস্থা।