৪০ টাকার আলু ২৫ টাকায়, বিক্রি করছে রাজ্য সরকার

Himadri Mondal

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের খাবারের অন্যতম অঙ্গ হল আলু আর পেঁয়াজ। আর এই দুটি জিনিসের উপর যেভাবে করতে শুরু করেছে তাতে মধ্যবিত্ত পরিবারগুলির সংসার চালানো নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। খোলাবাজারে বর্তমানে আলু ৩৫ থেকে ৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। আর আলুর দাম যখন ঊর্ধ্বমুখী ঠিক সে সময় আবার পেঁয়াজের দামও ৮০ টাকা কিলো।

Advertisements

Advertisements

এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলা কাউন্টারে ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি করা হবে। সেই ঘোষণা মত বীরভূম সহ রাজ্যের বিভিন্ন সুফল বাংলা কাউন্টারে ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি চলছে। ২৫ টাকা কিলো দরে আলু পেয়ে লম্বা লাইন লক্ষ্য করা গেছে গ্রাহকদের। আর এই অল্প দরে আলু পেয়ে খুশি গ্রাহকরাও।

Advertisements

তবে এই পদ্ধতিতে আলু বিক্রির ক্ষেত্রে একজন গ্রাহককে সর্বোচ্চ ৩ কেজি আলু দেওয়া হচ্ছে। আর সেই হিসাবে এক একটি সুফল বাংলার কাউন্টার থেকে প্রতিদিন প্রায় ৭০০ কেজি করে আলু বিক্রি হচ্ছে। পাশাপাশি আলু কেনার জন্য দীর্ঘ লাইন তৈরি হওয়ায় নিরাপত্তার ক্ষেত্রে সুফল বাংলা কাউন্টারের সামনে পুলিশ মোতায়েনও করা হচ্ছে। কারণ এর আগে সুফল বাংলা কাউন্টারে সস্তায় পেঁয়াজ বিক্রি করার সময় নানান অশান্তির ছবি ধরা পড়েছিল।

এর আগে গত বছর যখন পেঁয়াজের দামের ক্ষেত্রে বিপুল অংক ছাড়িয়েছিল ঠিক সে সময় সুফল বাংলা কাউন্টার থেকে রাজ্য সরকার পেঁয়াজ বিক্রি করা শুরু করে। যার পর লক্ষ্য করা যায় পেঁয়াজের দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। এক্ষেত্রে এবার রাজ্য সরকারের তরফ থেকে আলু বিক্রি করতে শুরু করায় আলুর দাম নিয়ন্ত্রণে আসতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements