Godrej: গোদরেজের ১২৭ বছরের লক ভেঙে চুরমার! দু’টুকরো হয়ে গেল সংস্থা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Godrej, a 127-year-old company, broke into two pieces: ভারতে ব্যবসা করা বড় কোম্পানিগুলির মধ্যে অন্যতম হলো গোদরেজ। সাবান হোক বা দরজার লক যে কোম্পানির নাম সবার আগে মনে আসে সেটা হল গোদরেজ (Godrej)। ১২৭ বছরের পুরনো এই সংস্থা, 59 হাজার কোটি টাকার সম্পত্তি এক নিমেষে ভাগ হয়ে গেল। ভেঙে গেল ১২৭ বছরের পুরনো পরিবার। ৩০ শে এপ্রিল ২০২৪ গোদরেজ কোম্পানি দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপ এবং গোদরেজ ইন্ডাস্ট্রিস গ্রুপ তাদের অধীনস্থ সবকটি সংস্থাকে নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisements

নতুন দুটি কোম্পানি একে অপরের সাথে কোন ভাবে প্রতিযোগিতায় নামতে পারবে না। অর্থাৎ, একে অপরের ব্যবসায় ঢুকতে পারবে না ৬ বছরের মধ্যে। এমনই শর্ত করা হয়েছে উভয়পক্ষেই। তবে শুধুমাত্র আবাসন ব্যবসার ক্ষেত্রে এই নিয়মে ছাড় রয়েছে। ৩০ এপ্রিল ২০২৪ থেকে ৬ বছর সময়সীমা পূর্ণ হবার পর একে অন্যের ব্যবসায় ঢুকতে পারবে। কিন্তু সেক্ষেত্রে গোদরেজ (Godrej) কোম্পানির নাম ব্যবহার করতে পারবে না সংস্থা। অন্য কোন নামে ব্যবসা করতে চাইলে আপত্তি করবে না কেউই। ফ্যামিলি সেটেলমেন্ট কেসে ননকম্পিট চুক্তিটি খুবই স্বাভাবিক নিয়ম। ভারত ছাড়াও অন্যান্য দেশেও এই নিয়ম প্রচলিত রয়েছে।

Advertisements

এখন থেকে গোদরেজ (Godrej) ইন্ডাস্ট্রিজ গ্রুপের পাঁচটি সংস্থা আদি গোদরেজ এবং নাদির গোদরেজের হাতে থাকবে। গোদরেজ প্রপার্টিজ, গোদরেজ অ্যাক্রোভেট, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট এবং অ্যাজটেক লাইফসায়েন্সেস। এই পাঁচটি সংস্থার চেয়ারপারসন হবেন নাদির গোদরেজ। আদি গোদরেজের পুত্র পিরোজশা হবেন এই সংস্থাগুলির এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন। ২০২৬ সালের পর নাদির গোদরেজের উত্তরসূরী হিসেবে জায়গা পাবেন পিরোজশা।

Advertisements

আরও পড়ুন ? Viral Video: গরমে ট্রাফিকে দাঁড়িয়ে পচতে হবে না, অভিনব উদ্যোগ এই শহরে

গোদরেজ (Godrej) এন্টারপ্রাইজ গ্রুপের অধীনে থাকা সংস্থাগুলির দায়িত্বে থাকবেন জামশিদ গোদরেজ। বিমান পরিবহন, অ্যারোস্পেস, আসবাব, প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ইত্যাদি বিভিন্ন ব্যবসার দায়িত্বে রয়েছেন তিনি। তিনি এই ব্যবসাগুলির একাধারে চেয়ারপারসন ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত থাকবেন। জামশিদের বোন স্মিতা ক্রিশণার কন্যা নিরিকা হোলকার এই ব্যবসাগুলির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করবেন। এছাড়া মুম্বাই শহরে ৩৪০০ একর জমিও থাকবে তাদের হাতে।

চুক্তি অনুযায়ী, দুটি দল কিছু ব্যবসার ক্ষেত্রে গোদরেজ (Godrej) কোম্পানির নাম ব্যবহার করার অনুমতি পাবেন। ফার্মাসিউটিক্যালস, ডায়াগনস্টিকস, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং কেমিকাল ব্যবসায় গোদরেজ কোম্পানির নাম ব্যবহার করতে পারবে আদি ও নাদির গোদরেজ। একইভাবে কনজিউমার ডিউরাবলস, প্রতিরক্ষা, মেডিকেল ডিভাইস, নির্মাণ কাজের উপাদান, ইলেকট্রিক মোবিলিটি, ইন্টিরিয়ার ডিজাইন, সফটওয়্যার সার্ভিস এবং সিকিউরিটি প্রোডাক্টের ক্ষেত্রে গোদরেজ (Godrej) কোম্পানির নাম ব্যবহার করতে পারবে জামশিদ ও তার বোন স্মিতা। দুই পক্ষকেই নির্দিষ্ট ব্যবসার জন্য, গোদরেজ কোম্পানির নাম ব্যবহার করার ক্ষেত্রে কোনো রকম রয়্যালিটি দিতে হবে না। এছাড়াও চুক্তিতে নির্ধারণ করা হয়েছে যে, যে সমস্ত ব্যবসাগুলি এখনো পর্যন্ত গোদরেজ কোম্পানি শুরু করেনি সেই সমস্ত ব্যবসা করতে পারবে দুই পক্ষই।

Advertisements