আগস্ট মাসের পঞ্চম পূর্ণ লকডাউন আগামীকাল, দেখে নিন বিধিনিষেধ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনা সংক্রমণ ঠেকাতে আগস্ট মাসে যে ৬ দিন লকডাউনের দিন ধার্য করা হয়েছিল তার পঞ্চম দিন আগামীকাল অর্থাৎ ২৭শে আগস্ট। এদিন পূর্ণ লকডাউন শুরু হবে সকাল ৬ টা থেকে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে বুধবার থেকে রাজ্যের বাসিন্দাদের লকডাউন সম্পর্কে জ্ঞাত করতে প্রচার শুরু করা হয়েছে। আগামীকালকের পর পরবর্তী পূর্ণ লকডাউন ৩১ শে আগস্ট।

Advertisements

Advertisements

রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধির দিকে নজর রেখে জুলাই মাসে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সপ্তাহে দুদিন করে লকডাউন জারি করার। এরপর জুলাই মাস থেকেই শুরু হয় সপ্তাহে দুই দিন লকডাউন। তবে আগস্ট মাসে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতি সপ্তাহে দুদিন করে লকডাউন জারি করা সম্ভব হয়নি। গত সপ্তাহে রাজ্যে টানা দুদিন লকডাউন হয়, এরপর চলতি সপ্তাহে রয়েছে এক দিন লকডাউন। আগস্ট মাসের শেষ দিন অর্থাৎ সামনের সপ্তাহের সোমবার রয়েছে আরও একটি লকডাউন। সুতরাং চলতি সপ্তাহে একদিন এবং সামনের সপ্তাহের প্রথম দিনেই রয়েছে আগামী সপ্তাহের প্রথম লকডাউন। পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে এই সাপ্তাহিক লকডাউন জারি রাখা হবে কিনা তা এখনও জানানো হয়নি।

Advertisements

রাজ্যে পূর্ণ লকডাউন চলাকালীন অফিস কাছারি, ব্যাঙ্ক, গণপরিবহন, মুদিখানার দোকান, হাট বাজার থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ থাকবে। তবে স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে ওষুধের দোকান, মেডি পরিষেবা, আদালত, দমকলবাহিনীর পরিষেবা, আপাতকালীন পরিষেবা, কারেকশনাল সার্ভিস, থানা, বিদ্যুৎ পরিষেবা, জল-সরবরাহ, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, ই-কমার্স, রান্না করা খাবার হোম ডেলিভারি, রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে পণ্য সরবরাহের মত পরিষেবা।

অন্যদিকে এই লকডাউন চলাকালীন বন্ধ থাকবে স্পেশাল ট্রেন পরিষেবা। যাত্রীদের হয়রানি ঠেকাতে আগেভাগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। ফলে আগামীকাল রাজ্যে কোন ট্রেন আসবে না এবং রাজ্য থেকে কোন ট্রেন অন্য রাজ্যের দিকে রওনা দেবে না।

Advertisements