একজনই গরিব বাকি সব কোটিপতি, দেশের ৩০ মুখ্যমন্ত্রীর কে কত টাকার মালিক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিবছর দেশের মুখ্যমন্ত্রীদের (Chief Minister) সম্পত্তির খতিয়ান নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট পেশ করা হয়। সেই সকল রিপোর্ট থেকেই জানা যায় কোন মুখ্যমন্ত্রী কত টাকার মালিক। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস বা এডিআর মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণ নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়া বাকি ২৯ জন মুখ্যমন্ত্রীই কোটিপতি।

Advertisements

দেশের ৩০ মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ

Advertisements

দেশে থাকা একমাত্র সিপিআইএম মুখ্যমন্ত্রী কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সম্পত্তির পরিমাণ এক কোটি টাকার কিছু বেশি। ইনি হলেন দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী।

Advertisements

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, যার সম্পত্তিও তুলনামূলক অনেক কম। হরিয়ানার মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ এক কোটির কিছু বেশি।

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন জগনমোহন রেড্ডি। তার সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর মোট সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি টাকা।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি টাকা।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকা।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় যে হলফনামা জমা দেওয়া হয়েছিল সেই হলফনামা অনুযায়ী এই সম্পত্তির পরিমাণ প্রকাশ করা হয়েছে। সম্পত্তির নিরিখে দেশের ৯৭ শতাংশ মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি অর্থাৎ তারা প্রত্যেকেই কোটিপতি। এই তালিকায় একমাত্র ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা। হিসাব অনুযায়ী তিনি হলেন দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী। আবার যদি দেশের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির হিসাব করা হয় তাহলে দেখা যাবে তার পরিমাণ হলো ৩৩.৯৬ কোটি টাকা।

Advertisements