বীরভূমে একদিনে করোনা আক্রান্ত ৭০১

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের অষ্টম দফা ভোট শেষের সাথে সাথেই বিধানসভা নির্বাচনের সমাপ্তি। এখন শুধু ফলাফল ঘোষণার অপেক্ষায়। তবে এসবের মাঝেই এখন রাজ্যের পাশাপাশি জেলার বাসিন্দাদের চিন্তা করোনা সংক্রমণ নিয়ে। কারণ দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বীরভূমেও ঝড়ের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

Advertisements

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বৃহস্পতিবার করোনা সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৭০১ জন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাড়ছে প্রাণহানির সংখ্যাও। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে প্রাণ হারিয়েছেন ১১ জন। যার পরেই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২১৯১ এবং মোট মৃতের সংখ্যা ১৮৮।

Advertisements

Advertisements

[aaroporuntag]
তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আশার আলো যোগাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। এখনো পর্যন্ত জেলায় ১৩ হাজার ৩৮০ জন করোনা মুক্ত হয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫০১ জন। অর্থাৎ দেখা যাচ্ছে সুস্থ হয়ে ওঠার হার এই কয়েকটা দিন অনেকটাই বেড়েছে। বর্তমানে জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪৫৬১।

Advertisements