বঙ্গোপসাগরে নিম্নচাপ, রাজ্যের এই সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আগামী সপ্তাহেই রয়েছে বাঙ্গালীদের আর এক বড় উৎসব কালীপুজো (Kali puja 2021)। তবে সাম্প্রতিক কালে বাঙ্গালীদের উৎসব মানেই যেন বৃষ্টি (Rain)। উৎসবের সঙ্গে বৃষ্টির সম্পর্ক এতটাই গভীর হয়ে পড়েছে তারা যেন সমার্থক শব্দ পরিণত হচ্ছে। কালীপুজোকে ঘিরে যখন বাঙালির ঘরে ঘরে চলছে প্রস্তুতি সেই সময় নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Report)।

হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে একটি নিম্নচাপ (Depression) রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। এর ফলে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভিজতে পারে ওড়িশা। পাশাপাশি পশ্চিমবঙ্গের উপরেও হালকা প্রভাব লক্ষ্য করা যেতে পারে। বাংলায় এই বৃষ্টি দেখা যেতে পারে এই নিম্নচাপের কারণে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢোকার পরিপ্রেক্ষিতে।

২৯ অক্টোবর অর্থাৎ শুক্রবার রাজ্যের বেশকিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও বর্ষা পাকাপাকিভাবে এই বছরের জন্য বিদায় নিয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। যে কারণে এই বর্ষণ বর্ষার মুখভার আকাশের কারণে নয়।

যে সকল জেলার ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস মিলেছে সেইসকল জেলাগুলি হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা। এই সকল জেলাগুলিতে হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। তবে এই মুহূর্তে ভারী বর্ষণের কোন সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে এই বৃষ্টির পূর্বাভাসের কারণে তাপমাত্রা ক্ষেত্রে তেমন কোনো হেরফের হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কালিপুজোর সময় বাংলা জুড়ে বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই। সেই সময় শুষ্ক ভাবেই কাটবে রাজ্যের অধিকাংশ জেলা। পাশাপাশি থাকবে হালকা শীতের আমেজ।