দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৪ জেলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসছে। আর সেইমতো বুধবার দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের ১৪ জেলায়। পূর্বাভাস মতোই সকাল থেকে একাধিক জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে এর আগেও কয়েকটা দিন বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি নেই।

Advertisements

Advertisements

বাতাসে বিপুল পরিমাণ জলীয়বাষ্প এবং সেই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার কারণেই স্থানীয়ভাবে দফায় দফায় এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে আগামী ৩ জুন বর্ষা ঢুকবে। আর এই বর্ষার ঢোকার আগে তাকে বর্ষার বৃষ্টিতে ভিজছে রাজ্যের অধিকাংশ জেলা।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের ১৪ জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে দিনভর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলবে।

দক্ষিণবঙ্গের এই ১৪ জেলা ছাড়াও উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদার কোন কোন এলাকায় এদিন বৃষ্টির দেখা মিলতে পারে।

Advertisements