নিজস্ব প্রতিবেদন : মাত্র কয়েক দিনের মধ্যেই বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ ভারতের ৩০ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল। এই ৩০ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে শেষ রিপোর্ট অনুযায়ী মাত্র ৪৬ দিনের মধ্যে। এর আগে প্রথম রিপোর্ট অনুযায়ী ২০ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করেছিল তারা।
এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপের রিপোর্ট অনুযায়ী ভারতে যে সকল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তা হলো ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে ২০ লক্ষের বেশি এবং ১৬ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ৩০,২৭,০০০ অ্যাকাউন্ট। মূলত ব্যবহারকারীদের সুরক্ষিত এবং নিরাপদ পরিষেবা প্রদানের উদ্দেশ্যে এই সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ম্যাসেজিং অ্যাপ সংস্থার তরফ থেকে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য আর্ট টেকনোলজির ভিত্তিতে এবং ডেটা সায়েন্টিস্ট এবং এক্সপার্টদের সহায়তায় ইউজারদের সুরক্ষিত রাখার কাজ চালানো হচ্ছে। ব্যবহারকারীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার মত এই পদক্ষেপ নিচ্ছে সংস্থা। আর এসব এর পরিপ্রেক্ষিতেই IT Rules 2021 অনুযায়ী এই সকল অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হচ্ছে।
ব্যবহারকারীদের বিভিন্ন অভিযোগ ছাড়াও এই সকল অ্যাকাউন্ট বন্ধ করার পিছনে রয়েছে হোয়াটসঅ্যাপের নিজস্ব কিছু নিয়ম। সুরক্ষা ও নিরাপত্তার জন্যও হোয়াটসঅ্যাপের সেই সকল নিয়ম না মানার কারণে এসকল অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। সম্প্রতি এই সময়ের মধ্যে যে সকল অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেই সময়ে ৫৯৪টি অভিযোগ জমা পড়েছে সংস্থার ভারতের Grievance Officer এর কাছে। এই সকল অভিযোগ জমা পড়েছে দুটি পদ্ধতিতে। একটি পদ্ধতি হলো সরাসরি ইমেল মারফত এবং দ্বিতীয় পোস্টের মাধ্যমে।