Bike Mileage: বাইকের মাইলেজ বাড়াতে এবং তেল খরচ কমাতে গেলে গিয়ার বদলাতে হবে এই নিয়ম অনুযায়ী

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Bike Mileage: বর্তমান সময়ে বাইক হলো সাধারণ মধ্যবিত্ত মানুষের নিত্যদিনের সঙ্গী। যদি আপনারও বাইক থাকে তাহলে মাইলেজ খুব গুরুত্বপূর্ণ এইবিষয়ে। সম্প্রতি যেভাবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে বাইক যদি মাইলেজ বেশি না দেয় তাহলে খুবই মুশকিল। কিভাবে বাইকের মাইলেজ বাড়ানো যাবে এবং তেলের খরচ কমানো যাবে তা নির্ভর করছে সম্পূর্ণ আপনার উপর। বাইক চালানোর সময় কখনোই করবেন না এই ভুল কাজ, কমে যেতে পারে আপনার বাইকের মাইলেজ। আজকের প্রতিবেদনে জানতে পারবেন কিভাবে সহজেই বাড়াতে পারবেন বাইকের মাইলেজ।

Advertisements

বাইক চালানোর সময় সর্বদাই গিয়ারের সঠিক ব্যবহার করা উচিত। এটি মাইলেজ বাড়াতে সাহায্য করে এবং আপনার রাইডিংকে নিরাপদ ও আনন্দদায়ক করে তুলবে। বাইকের গিয়ার যদি সঠিক উপায়ে ব্যবহার করা যায় তাহলেই বাড়ে সেই বাইকের মাইলেজ (Bike Mileage) । কিন্তু এরজন্য দরকার বাইকের গিয়ার লাগানোর সঠিক উপায় জানা।

Advertisements
১. গিয়ার পরিবর্তনের সময়

যখনই আপনি বাইকের গতি বাড়াবেন অবশ্যই নিম্ন গিয়ারে স্থানান্তর করতে হবে। আবার গতি কমাতে একটি উচ্চ গিয়ারে যেতে হবে। সমতল রাস্তায় যখন গাড়ি চলবে, তখন প্রায় ২০ কিমি প্রতি ঘণ্টা গতিতে দ্বিতীয় গিয়ার, ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে তৃতীয় গিয়ার এবং ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চতুর্থ গিয়ার ব্যবহার করা উচিত।

Advertisements
২. সঠিক গিয়ার চিহ্নিত করা

যখনই দুই চাকা চালানো হবে গতি অনুযায়ী সঠিক গিয়ার নির্বাচন করা উচিত। খুব কম আরপিএম-এ উচ্চ গিয়ারে স্থানান্তরিত হলে ইঞ্জিনের উপর চাপ পড়ে এবং মাইলেজ (Bike Mileage) কমে যায়। আবার খুব বেশি আরপিএম-এ নিম্ন গিয়ারে স্থানান্তরিত করলেও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায় এবং গাড়ি বেশি ঘষা খায়। এরকম হলে মাইলেজ কমে যায়।

আরো পড়ুন: বাইকের মাইলেজ বাড়াতে চান, ভুল করেও করা যাবে না এই ৭ কাজ

৩. ক্লাচের সঠিক ব্যবহার

গিয়ার পরিবর্তন করার সময় খেয়াল রাখতে হবে যাতে ক্লাচ সম্পূর্ণরূপে ব্যবহার করা হয়। অর্ধেক ক্লাচ চেপে গিয়ার পরিবর্তন করলে গাড়ির ক্ষতি হতে পারে। গিয়ার বদলানোর আগে, ক্লাচ পুরো চেপে তবেই গিয়ার বদলান। তারপরে ধীরে ধীরে গিয়ার ছেড়ে দিন।

যখনই আপনি বাইকের গিয়ার পরিবর্তন করবেন সেইসময় এক্সিলারেটর সামান্য চেপে ধরবেন। হঠাৎ গিয়ার পরিবর্তন করাও কখনোই ঠিক নয়। রাস্তা ঢালু হলে কম গিয়ারে বাইক চালানো উচিত। লাল আলোতে নিউট্রাল গিয়ারে রাখতে হবে। যাদের বাইক আছে তাদের নিয়মিত সার্ভিসিং করানো উচিত। প্রয়োজনে ক্লাচ, গিয়ার এবং এক্সিলারেটরের তার বদলাতে হবে। সঠিক বায়ুচাপ সহ টায়ার ব্যবহার করুন।

Advertisements