আশার আলো দেখছে দেশ, এক ধাক্কায় অনেকটাই কমলো আক্রান্তের সংখ্যা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই ভারতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষের বেশি লক্ষ্য করা যাচ্ছিল। তবে মঙ্গলবার এই সংখ্যাটা অনেকটাই কমলো। বর্তমান পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমায় আশার আলো দেখতে শুরু করেছে দেশ।

Advertisements

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৪ হাজার ১৪৪ জন। যেখানে গতকালই আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৪৯ হাজার ৬৯১। আর এর আগের দিন সংখ্যাটা ছিল আরও বেশি। সুতরাং পরিসংখ্যান অনুযায়ী পরপর দু’দিন দেশে আক্রান্তের সংখ্যা কমলো।

Advertisements

তবে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৭৭১ জন। আর এই পরিসংখ্যান অনুযায়ী দেশে মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে।

Advertisements

[aaroporuntag]
পাশাপাশি গত ২৪ ঘন্টায় দেশে বিপুল সংখ্যক মানুষ করোনা মুক্ত হয়েছেন। সংখ্যাটা হলো ২ লক্ষ ৫১ হাজার ৮২৭। অন্যদিকে ভারতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৭৯ লক্ষ ৩৬ হাজার ৩০৭। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ২০৯। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪। তবে দেশে সক্রিয় রোগীর সংখ্যা চিন্তাদায়ক। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা হল ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪।

Advertisements