রেশনে শুধু চাল, ডাল নয়! এবার মিলবে এই ৩৫টি জিনিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেশন (Ration) ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যার মধ্য দিয়ে দেশের ৮০ কোটির বেশি মানুষ উপকৃত হন। এই বিপুল সংখ্যক রেশন উপভোক্তাদের কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের তরফ থেকেই এখন সম্পূর্ণ বিনামূল্যে চাল, গম দেওয়া হয়ে থাকে। তবে এবার রেশন দোকান কেবলমাত্র চাল, ডাল বা গমের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। কেননা রেশন দোকান থেকেই এবার পাওয়া যাবে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিস সহ ৩৫টি সামগ্রী।

Advertisements

এমনিতেই গত কয়েক মাস ধরেই রেশন দোকান থেকে বিভিন্ন ধরনের সামগ্রী প্রদান করার জন্য রেশন ডিলারদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে কেন্দ্র সরকারের। সেই সকল আলোচনার পরিপ্রেক্ষিতেই ধাপে ধাপে রেশন দোকানে বিভিন্ন সামগ্রী দেওয়ার বন্দোবস্ত এবং পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই ব্যবস্থার ফলে মূলত উপভোক্তারা যেমন কম দামে জিনিসপত্র কিনতে পারবেন ঠিক সেই রকমই আবার বাড়তি মুনাফা হবে রেশন ডিলারদের।

Advertisements

চাল, গম ইত্যাদির বাইরে যে সকল ৩৫টি সামগ্রী দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে সেই তালিকায় রয়েছে দুধ, রুটি, মশলা, বিউটি প্রোডাক্ট, ছাতা, টর্চ, গুড়, ঘি, লবণাক্ত, প্যাকড শুকনো ফল, প্যাকড মিষ্টি, দুধের গুঁড়া, বাচ্চাদের জামাকাপড়, রাজমা, সয়াবিন, ক্রিম, ধূপ, চিরুনি, গ্লাস, ঝাড়ু, পোচা, লক, রেইনকোট ইত্যাদি। এখানেই শেষ নয়, এর পাশাপাশি তালিকায় যোগ হয়েছে আরও প্রয়োজনীয় একাধিক জিনিসপত্র।

Advertisements

রেশন দোকান থেকে দেওয়া সামগ্রীর তালিকায় যুক্ত হয়েছে ওয়াল হ্যাঙ্গার, ডিটারজেন্ট পাউডার, ওয়াশিং সাবান, ইলেকট্রনিক পণ্য, দেওয়াল ঘড়ি, দেশলাই, নাইলন ও পাটের দড়ি, জলের জন্য ব্যবহৃত প্লাস্টিকের পাইপ, প্লাস্টিকের বালতি, মগ ও চালনী। তবে রেশন দোকান থেকে এই ধরনের সামগ্রী দেওয়ার বন্দোবস্ত এখন দেশের সব জায়গায় চালু হয়নি।

মূলত রেশন দোকান থেকে এমন নিত্য প্রয়োজনীয় ৩৫টি জিনিস দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে যোগীর রাজ্য উত্তর প্রদেশে। যোগী সরকারের তরফ থেকে এই বিষয়ে দিন কয়েক আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাইলট প্রজেক্ট হিসাবে এমন বন্দোবস্ত করা হয়েছে বরেলি বিভাগের ৫২ টি অন্নপূর্ণা ন্যায্য মূল্যের দোকানে। এই প্রকল্প আগামী দিনে অন্যান্য জায়গাতেও চালু করা হতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।

Advertisements