ভোটের মুখে অনুব্রত গড়ে তৃণমূলে ধাক্কা, ৩৫০টি পরিবার যোগ দিলো বিজেপিতে

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : ভোটের আগে খাস অনুব্রত গড়ে তৃণমূলকে জোর ধাক্কা দিলো বিজেপি। প্রায় ৩৫০ পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিলো বিজেপিতে। বিজেপিতে যোগদানের এই ঘটনা ঘটেছে বীরভূমের দুবরাজপুর শহরে। দুবরাজপুর শহরের বিভিন্ন এলাকা থেকে এই সকল পরিবারগুলি মঙ্গলবার বিজেপিতে যোগ দিলো।

Advertisements

যোগদান কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন দুবরাজপুরে বিজেপির তরফ থেকে আয়োজন করা হয় যোগদান মেলার। যেখানে ওই ৩৫০টি পরিবারের প্রায় ১২০০ জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। মূলত সত্যপ্রকাশ তেওয়ারি ও ভূতনাথ মণ্ডলের নেতৃত্বে এই সকল পরিবারগুলি বিজেপিতে যোগ দিলেন বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে।

Advertisements

এদিন এই যোগদান মেলায় যারা বিজেপিতে যোগ দিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সত্যপ্রকাশ তেওয়ারি ওরফে মুন্না। তিনি প্রথম থেকে বিজেপি করলেও ২০১৬ সালে শাসকদলে যোগ দেন। আর এরপর একুশের বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগেই তার ছবি সহ দাদার অনুগামী পোস্টার পড়তে দেখা যায় দুবরাজপুর শহরের একাধিক এলাকায়। ঘটনার পরেই জল্পনা তৈরি হয়েছিল তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে। অবশেষে সেই জল্পনাকেই সত্যি করলো এদিনের যোগদান।

Advertisements

[aaroporuntag]
যোগদান মেলা শেষে ধ্রুব সাহা জানিয়েছেন, “আজ যারা বিজেপিতে যোগ দিলেন তাদের বেশ কয়েকটি পরিবার আগে বিজেপি করতো। কিন্তু পরে শাসক দলের চাপে পরে তারা তৃণমূলে যোগ দিয়েছিলেন। আজ তাদের প্রত্যাবর্তন হলো। অন্যদিকে আরও ২৫০ পরিবার যারা সরাসরি তৃণমূলে ছিলেন, তারা আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। জেলার বিভিন্ন জায়গা থেকে শয়ে শয়ে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। মানুষের এই তৎপরতা দেখেই স্পষ্ট আমরা জিতবই।”

Advertisements