নিজস্ব প্রতিবেদন : দেশের পাশাপাশি রাজ্যেও গত এক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই সংক্রমণ রয়েছে ৩০০-এর উপরে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয় তাতেও দেখা গিয়েছে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৩৬৮ জনের শরীরে। আর এরপরই রাজ্যের মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ৬৮৭৬।
গত ২৪ ঘন্টায় এই বিপুলসংখ্যক সংক্রমণ ধরা পরার পাশাপাশি নতুন করে মৃত্যু হয়েছে ১০ জনের। আর এরপরেই রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো (৭২+২৮৩)। তবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জন সুস্থ হয়ে বাড়ি করেছেন। এর ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়ালো ২৭৬৮। রাজ্যের সুস্থ হয়ে ওঠার হার ৪০.২৫ শতাংশ। বর্তমানে রাজ্যে মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা হলো ৩৭৫৩ জন।
তবে উদ্বেগের বিষয় হলো রাজ্যের এই বিপুলসংখ্যক করোনা রোগীর অর্ধেকের বেশি রোগী হচ্ছেন দুই জেলার। আর তা নিয়েই এখন মাথাব্যথা প্রশাসনের। এই দুই জেলা হল কলকাতা এবং হাওড়া। কলকাতায় মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা ২৪৮৮, আর হাওড়ায় ১২৬৪। আবার এরই পিছনে রয়েছে উত্তর ২৪ পরগনা। যেখানেও সংখ্যাটা প্রায় হাজারের কাছাকাছি। এখানে মোট করোনা সংক্রামিত রোগীর সংখ্যা হল ৯১০। এমনকি গত ২৪ ঘন্টায় রাজ্যে যে ২৬৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাদের মধ্যে এই তিন জেলায় যথাক্রমে ৯৪+৫০+৪১ অর্থাৎ ১৮৫ জন। তবে গত ২৪ ঘন্টার রিপোর্ট অনুযায়ী হুগলিতেও বেড়েছে ৪৭ জন করোনা রোগী।
গত ২৪ ঘণ্টায় অন্যান্য যেসকল জেলাগুলিতে করোনা রোগীর সংখ্যা বেড়েছে সেগুলি হল আলিপুরদুয়ার (৪), কোচবিহার (৬), উত্তর দিনাজপুর (৭), দক্ষিণ দিনাজপুর (৪), মালদা (৫), নদীয়া (৭), বীরভূম (১৪), বাঁকুড়া (২৪), পশ্চিম মেদিনীপুর (১৬), পূর্ব মেদিনীপুর (৮), পূর্ব বর্ধমান (৭), পশ্চিম বর্ধমান (৯), দক্ষিণ 24 পরগনা (১৫)।