৩৮০ টাকা ছাড়! বন্দে ভারতে বোলপুর থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার দারুণ সুযোগ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে ভারতীয় রেল একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করে চলেছে। লক্ষ্য রয়েছে ২০২৩ সালের ১৫ আগস্টের মধ্যে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার। সেই লক্ষ্য পূরণে ইতিমধ্যেই সাতটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলো দেশে।

দেশে চালু হওয়া সাতটি বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে সপ্তম ট্রেনটি হল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া। প্রিমিয়াম এই ট্রেন নিয়ে মানুষের মধ্যে উৎসাহের শেষ নেই। যাত্রা পথে এই ট্রেনটি মাত্র তিন জায়গায় স্টপেজ দিচ্ছে আর সেই তিন জায়গার মধ্যে একটি হল বোলপুর শান্তিনিকেতন স্টেশন।

বোলপুর শান্তিনিকেতন স্টেশনের স্টপেজ দেওয়া নিয়ে প্রথম দিকে জল্পনা চললেও শেষমেশ স্টপেজ দেওয়ার উপরই শিলমোহর দেয় ভারতীয় রেল। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে স্টপেজ দিচ্ছে ঠিক সকাল ৭:৪৩ মিনিটে। বোলপুর স্টেশনে ট্রেনটির স্টপেজ দেওয়ার ঘোষণা হওয়ার পর অনেকের ইচ্ছে যাচ্ছে এই ট্রেনে করে নিউ জলপাইগুড়ি যাওয়ার।

তবে ট্রেনের ভাড়া অনেক বেশি হওয়ার ফলে সেই ইচ্ছে অনেকেই পূরণ করতে পারছেন না। যদিও এই ট্রেনে বোলপুর শান্তিনিকেতন রেলস্টেশন থেকে হাওড়া যাওয়ার ক্ষেত্রে ৩৮০ টাকা ছাড় পেতে পারেন যাত্রীরা। ৩৮০ টাকা ছাড় পাওয়ার ক্ষেত্রে টিকিট বুকিং করার সময় এই অপশনটি বেছে নিতে হবে।

বোলপুর শান্তিনিকেতন রেলস্টেশন থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সিসি ভাড়া ১৩১০ টাকা। আবার একই ট্রেনে ইসি ভাড়া ২৩০৫ টাকা। আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করার সময় যদি কোন যাত্রী খাবারের অপশনের জায়গায় ‘No Food’ বেছে নেন তাহলে সিসি ভাড়া পড়বে ৯৯০.৭৫ টাকা। ভাড়া কম পড়ছে ৩২০ টাকা। একইভাবে ইসি টিকিট বুকিং করার সময় ‘No Food’ অপশন বেছে নিলে ভাড়া পড়বে ১৯২৫.৪০ টাকা। সেক্ষেত্রে ভাড়া কম পড়ছে ৩৭৯.৬০ টাকা।