নতুন করে আরও ৩৯ জোড়া স্পেশাল ট্রেন, বাংলা পেলো ৫ জোড়া

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আনলক ৫ পর্যায়ে ভারতীয় রেলের তরফ থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের মধ্যে আরও ৩৯ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হলো। বুধবার এই ৩৯ জোড়া ট্রেনের তালিকা সংবাদমাধ্যমের হাতে আসে। তবে এই ট্রেনগুলি কবে থেকে চলবে তার সম্পর্কে স্পষ্ট ভাবে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে নতুন করে আরও যে ৩৯ জোড়া ট্রেন চালু হতে চলেছে তার মধ্যে ৫ জোড়া ট্রেন চলবে বাংলা থেকে।

Advertisements

Advertisements

লকডাউন জারি হওয়ার পর থেকে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় দেশের সবথেকে গুরুত্বপূর্ণ রেল পরিষেবা। এরপর মে মাস থেকে শুরু হয় শ্রমিক স্পেশাল ট্রেন এবং দেশের বিভিন্ন শহরের মধ্যে স্পেশাল ট্রেন। আর এই স্পেশাল ট্রেনের সংখ্যা ধাপে ধাপে বাড়াতে শুরু করেছে ভারতীয় রেল। আর এই ভাবে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে ট্রেন চলাচল নিয়ে আশার আলো দেখছেন নাগরিকরা। তবে নাগরিকদের সবথেকে বড় দাবী হল লোকাল ট্রেন পুনরায় চালু করা নিয়ে।

Advertisements

বুধবার ভারতীয় রেলের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বাতানুকূল বিশেষ ট্রেন, যুব এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেসের মত ট্রেন। এর পাশাপাশি এই তালিকাতেই রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস এবং ডাবল ডেকার ট্রেনের নামও।

৩৯ জোড়া ট্রেনের পূর্ণাঙ্গ তালিকা

বাংলার জন্য ৫ জোড়া ট্রেন

১) ১২০১৯ এবং ১২০২০ হাওড়া থেকে রাঁচি শতাব্দী এক্সপ্রেস এবং রাঁচি থেকে হাওড়া এক্সপ্রেস। ট্রেনটি রবিবার বাদে প্রতিদিন চলবে।

২) ১২২২১ ও ১২২২২ হাওড়া থেকে পুণে দুরন্ত এক্সপ্রেস এবং পুনে থেকে হাওড়া এক্সপ্রেস। এই ট্রেনটি দ্বি-সাপ্তাহিক।

৩) ১২৭৭৩ ও ১২৭৭৪ সেকেন্দ্রাবাদ থেকে শালিমার এক্সপ্রেস এবং শালিমার থেকে সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। ট্রেনটি সাপ্তাহিক।

৪) ২২৮০৭ ও ২২৮০৮ সাঁতরাগাছি-চেন্নাই এক্সপ্রেস এবং চেন্নাই থেকে সাঁতরাগাছি এক্সপ্রেস। এই ট্রেনটি দ্বি-সাপ্তাহিক।

৫) ২২৮৬৩ ও ২২৮৬৪ হাওড়া থেকে যশবন্তপুর এক্সপ্রেস এবং যশবন্তপুর থেকে হাওড়া এক্সপ্রেস। এই ট্রেনটি সাপ্তাহিক।

Advertisements