নিজস্ব প্রতিবেদন : যেকোনো কাজ, সে স্কুলে ভর্তি করা হোক অথবা চাকরিতে নিয়োগ বা কোন সম্মতিপত্র পাওয়া অথবা কোন কাজ হাসিল করা। সবেতেই ঘুষের রমরমা নিয়ে ভারতীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই রয়েছে অভিযোগ। আর এই সকল অভিযোগকে সত্যি প্রমাণ করলো সদ্যসমাপ্ত হওয়া একটি সমীক্ষা। যে সমীক্ষায় জানানো হয়েছে এশিয়ার মধ্যে সবথেকে বেশি ঘুষ চলে ভারতেই। খুবই লজ্জার বিষয় হলেও এটাই সত্যি। আর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কম্বোডিয়া।
Transparency International নামে একটি সংস্থার তরফ থেকে সম্প্রতি এই সমীক্ষা করা হয়। যে সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ভারতের ৪৭% মানুষ মনে করেন গত ১২ মাসে ভারতে দুর্নীতি বেড়েছে। অন্যদিকে ৬৩% মানুষ মনে করেন দুর্নীতি ঠেকাতে কেন্দ্র সরকার ভালো কাজ করছে। আর এই সমীক্ষায় জানাচ্ছে, এশিয়ার মধ্যে ভারতের সবথেকে বেশি ঘুষ দেওয়া নেওয়া হয়ে থাকে। ভারতীয়দের মধ্যে ৩৯% বিভিন্ন কাজের জন্য ঘুষ দিয়ে থাকেন। এমনকি সমীক্ষায় বলা হয়েছে, ভারতের ৪৬% মানুষ সরকারি পরিষেবা পেতে উপর মহলের সাথে যোগাযোগ করেন। যাদের মধ্যে আবার ৩২% মানুষ মনেই করেন উপরমহলের সাথে যোগাযোগ না করলে তারা এই সরকারি সুবিধা পেতেন না।
Transparency International নামের ওই সংস্থা গত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সমীক্ষা চালায়। সমীক্ষা চালানো হয় দেশের ২০ হাজার মানুষের উপর। আর এই সমীক্ষার সময় ৫০% মানুষ জানিয়েছেন কোন না কোন সময় তাদের কাজের জন্য ঘুষ চাওয়া হয়েছিল। সমীক্ষা চলাকালীন প্রশ্ন ছিল পুলিশ, আদালত, সরকারি হাসপাতাল পরিচয় পত্র সংগ্রহ এবং অন্যান্য বেশকিছু পরিষেবা সংক্রান্ত।
সমীক্ষা বলছে, ঘুষ দেওয়া নেওয়ার এই দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কম্বোডিয়া। যেখানে বিভিন্ন কাজের জন্য ৩৭% মানুষ ঘুষ দেওয়া নেওয়া করে থাকেন। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়া, যেখানে ঘুষ দেওয়া নেওয়ার পরিমাণ ৩০%। নেপালে ১২% আর দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন কাজের জন্য ১০% মানুষকে ঘুষ দেওয়া নেওয়া করতে হয়। আর এই ঘুষ দেওয়া নেওয়ার তালিকায় এশিয়ার মধ্যে সবথেকে নিচে রয়েছে জাপান এবং মালদ্বীপ। এই দুই দেশে মাত্র ২% ঘুষ দেওয়া হয়ে থাকে।