পচা গরম থেকে মিলবে মুক্তি! ঘূর্ণাবর্তের জেরে রবিবার বৃষ্টিতে ভিজবে এই ৪ জেলা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : তাপপ্রবাহ (Heatwave) কিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গকে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত কয়েকদিন তাপমাত্রার পারদ থাকে ৪০ ডিগ্রির উপরে। তবে এরই মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে রাজ্যের ৪ জেলার জন্য স্বস্তির খবর দিল। রবিবার দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

চলতি বছর দফায় দফায় তাপপ্রবাহে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলা। তবে শনিবার কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। শনিবার কোন জেলাতেই তাপপ্রবাহ ছিল না বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। অন্যদিকে এরই মধ্যে রবিবার দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে কেরালা হয়ে মৌসুমী বায়ু মোটামুটি গোটা দেশেই প্রবেশ করেছে। এর পাশাপাশি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এই ঘূর্ণাবর্ত কয়েক ঘন্টার মধ্যেই নিম্নচাপে পরিণত হবে এবং সেই নিম্নচাপ বাংলাদেশের প্রবেশ করবে। নিম্নচাপটি বাংলাদেশের প্রবেশ করলেও তার প্রভাব দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লক্ষ্য করা যাবে।

রবিবার যে সকল জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সেই সকল জেলাগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া। দক্ষিণবঙ্গের এই সকল জেলা ছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে এই স্বস্তির খবরের পাশাপাশি আবার অস্বস্তিকর খবরও মিলেছে হাওয়া অফিসের তরফ থেকে।

কেননা সোমবার নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। নতুন করে যে সকল জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে সেগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুরে। এছাড়াও সোমবার থেকে আকাশ পরিষ্কার থাকবে বলেও জানানো হয়েছে। সুতরাং রবিবার সাময়িক বৃষ্টিতে রাজ্যের ৪ জেলা স্বস্তি পেলেও সোমবার থেকে ফের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে বলে মনে করা হচ্ছে।