নিজস্ব প্রতিবেদন : অবশেষে নারদ মামলায় স্বস্তি মিলল রাজ্যের চার হেভিওয়েট ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জীর। শুক্রবার কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ এই চারজনকে দু লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ব্যক্তিগত জামিন মঞ্জুর করলেন। তবে অন্তর্বর্তী জামিন দেওয়ার পাশাপাশি একাধিক শর্ত আরোপ করা হয়েছে।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতানৈক্যের কারণে এই মামলার যায় বৃহত্তর বেঞ্চে। তারপর এই মামলার একাধিকবার শুনানির পর শুক্রবার এই বৃহত্তর বেঞ্চ এর প্রত্যেক বিচারপতি তাদের অন্তর্বর্তী জামিনের পক্ষে মত পেশ করেন।
তবে জামিন দেওয়া হলেও আদালতে তরফ থেকে যে শর্ত আরোপ করা হয়েছে তাতে বলা হয়েছে, জামিন পাওয়া চার হেভিওয়েট নারদ মামলা ছাড়াও অন্য কোন মামলা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলতে পারবেন না।
পাশাপাশি বলা হয়েছে প্রত্যেক জনকে দু লক্ষ টাকা করে ব্যক্তিগত বন্ড দিতে হবে।
এছাড়াও এই মামলায় তদন্তকারী দলকে তদন্তের পরিপেক্ষিতে সমস্ত রকম সহযোগিতা করতে হবে।
[aaroporuntag]
অন্যদিকে এই মামলায় চার হেভিওয়েট কে অন্তর্বর্তী জামিন দেওয়ার সময় আদালতে তরফ থেকে বলা হয় এই মামলাটি কোনভাবেই ঠাণ্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হবে না। মামলা চলতে থাকবে এবং শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত হয় তা মেনে চলতে হবে সকলকে।