SBI Rules Change: এই ৪ পরিবর্তন আসছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়, ৩১ মার্চ শেষ দিন

নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল ব্যাংক রয়েছে তার মধ্যে অন্যতম ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই ব্যাংকের সবচেয়ে বেশি গ্রাহক হওয়ার কারণে ব্যাংকে কোনরকম পরিবর্তন আনলেই তা দেশের সবচেয়ে বেশি গ্রাহকদের উপর প্রভাব ফেলে। এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ৪টি পরিবর্তন (SBI Rules Change) আনা হচ্ছে, সেই সকল পরিবর্তন আসার শেষ দিন হল ৩১ মার্চ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে চারটি পরিবর্তন আনা হচ্ছে সেগুলি মূলত বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ প্রকল্পের উপর। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি বেশ কিছু ক্ষেত্রে এখন সেভিংসের উপর বাড়তি সুদ দেওয়া হচ্ছে। তবে ৩১ মার্চের পর সেই সকল অফার বন্ধ হয়ে যাবে বলেই জানা গিয়েছে। আর এসবের পরিপ্রেক্ষিতেই যারা এখনো পর্যন্ত সেই সকল ক্ষেত্রে বিনিয়োগ করে সুবিধা উঠাতে পারেননি তাদের ৩১ মার্চের মধ্যেই সুবিধা নিতে হবে।

১) সাধারণ নাগরিকদের জন্য ৭.১০ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০ শতাংশ হারে ৪০০ দিনের জন্য ফিক্সড ডিপোজিট অমৃত কলস প্রকল্প বন্ধ হতে চলেছে ৩১ মার্চ। এর আগে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর এই প্রকল্পের শেষ সময়সীমা ছিল। তবে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে তা আরও তিন মাসের জন্য বৃদ্ধি করা হয়েছিল। এই প্রকল্পে এখনো যদি গ্রাহকরা বিনিয়োগ করতে চান তাহলে ৩১ মার্চের মধ্যে বিনিয়োগ করতে হবে।

আরও পড়ুন 👉 RBI Penalty on Banks: শাস্তির মুখে SBI সহ ৩ ব্যাঙ্ক, জরিমানা করা হলো কোটি কোটি টাকা

২) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ হারে ১০ বছরের জন্য যে ফিক্সড ডিপোজিট উই ফেয়ার চালু করেছিল তাতে বিনিয়োগ করার শেষ দিন হল ৩১ মার্চ। এই দিনের পর প্রকল্পটি বন্ধ হয়ে যাবে বলেই জানা যাচ্ছে।

৩) সাধারণ নাগরিকদের জন্য সাধারণ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। যে সুদের হার অনুযায়ী এখন গ্রাহকরা ৭ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে থাকেন। তবে এই সুদের হার ৩১ মার্চের পরই কমে যেতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।

৪) দেশের নাগরিকদের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে হোম লোনের উপর ৬৫ বেসিস পয়েন্ট সুদের উপর ছাড় দেওয়া হচ্ছে। তবে এই সুযোগ থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ৩১ মার্চের পর এমন সুবিধা আর পাওয়া যাবে না বলেই জানা যাচ্ছে।