Kolkata Metro New Route: নতুন ৪টি স্টেশন যুক্ত হতে চলেছে মেট্রোয়, কলকাতার বাসিন্দাদের কাছে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদন : যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ সরল করার জন্য কলকাতার আনাচে-কানাচে ধাপে ধাপে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা (Kolkata Metro)। যে মেট্রো পরিষেবার জন্য কলকাতার বাসিন্দারা সবসময় মুখিয়ে থাকেন। কেননা মেট্রো পরিষেবার উপর ভর করে একদিকে যেমন স্বাচ্ছন্দে গন্তব্যে রওনা দেওয়া যায়, ঠিক সেই রকমই আবার খরচ কমে কয়েক গুণ। এবার কলকাতার বাসিন্দাদের সুখবর দিয়ে নতুন একটি রুটে চালু হতে চলেছে মেট্রো পরিষেবা (Kolkata Metro New Route)।

নতুন করে যে রুটে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে সেই পরিষেবায় নতুন ৪টি মেট্রো স্টেশন যুক্ত হবে। নতুন এই রুটে মোট ৪.৫ কিলোমিটার রাস্তা পাড়ি দেবে মেট্রো। ইতিমধ্যেই শুক্রবার প্রথম ওই রুটে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হলো এবং চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ বৃহস্পতিবার থেকে ওই রুট পরিদর্শন করেন। এখন তার গ্রিন সিগন্যালের উপরে পরিষেবা চালু হওয়া নির্ভর করছে।

নতুন যে রুটের কথা বলা হচ্ছে তা আশা করি অনেকেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা রুবি থেকে বেলেঘাটা রুটের কথা বলছি। আশা করা হচ্ছে এই রুটে পরিষেবা শুরু করার জন্য খুব তাড়াতাড়ি গ্রিন সিগনাল পাওয়া যাবে। যদিও গ্রিন সিগনাল পেলেও কবে থেকে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হবে তা এখনো স্পষ্ট নয়। তবে একটি মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে, আগামী জুলাই মাসেই ওই রুটে পরিষেবা চালু হয়ে যেতে পারে।

আরও পড়ুন 👉 Kolkata Metro: মেট্রো থেকে নেমেই টুক করে বিমানবন্দর! কবে চালু হবে পরিষেবা!

রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত যে মেট্রো পরিষেবায় শুক্রবার পরীক্ষামূলকভাবে প্রথম মেট্রো চালানো হয় সেই রুটটি নিউ গড়িয়া থেকে বিমানবন্দর করিডরের অংশ। এই করিডরে মোট ৩২ কিলোমিটার মেট্রো পথ তৈরি হবে। তবে এখনো পর্যন্ত যে কাজ এগিয়েছে তাতে মাত্র ৯.৯ কিলোমিটার অংশের কাজ হয়েছে। তবে এই রুটে মেট্রো চালু হওয়ার পর কোন যাত্রী চাইলে হাওড়া ময়দান অথবা দক্ষিণেশ্বর থেকে মেট্রো চড়েই চলে আসতে পারবেন বেলেঘাটা।

কলকাতা মেট্রোর সবচেয়ে দীর্ঘতম করিডর নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত গত ১৫ মার্চ বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে। এই রুটে যে সকল স্টেশন পড়ছে সেগুলি হল নিউ গড়িয়া বা কবি সুভাষ, সত্যজিৎ রায়, মুকুন্দপুর বা জ্যোতিরিন্দ্র নন্দী, কালিকাপুর বা কবি সুকান্ত এবং রুবি বা হেমন্ত মুখোপাধ্যায়। এবার মেট্রো বেলেঘাটা পর্যন্ত ছুটলে নতুন যে চারটি স্টেশন যুক্ত হবে সেগুলি হল ভিআইপি বাজার বা টেগোর পার্ক, পঞ্চান্নগ্রাম বা ঋত্বিক ঘটক, সায়েন্স সিটি বা বরুণ সেনগুপ্ত এবং বেলেঘাটা।