১ জানুয়ারি থেকে ৪ নিয়মের বদল, প্রভাব পড়বে সাধারণের পকেটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই নতুন বছরের শুরু। বছরের প্রতি মাসে যেমন একাধিক নিয়মে পরিবর্তন হয়ে থাকে, ঠিক তেমনি নতুন বছরের নতুন মাসেই ৪টি বড় পরিবর্তন আসতে চলেছে। এই ৪টি বড় পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রভাব ফেলবে আমজনতার পকেটে।

Advertisements

১) ক্রেডিট কার্ড হোক অথবা ডেবিট কার্ড ব্যবহারকারীদের নতুন বছরে মেনে চলতে হবে নতুন নিয়ম। এই নতুন নিয়ম আসছে অনলাইন লেনদেনের ক্ষেত্রে। অনলাইনে কার্ডের মাধ্যমে লেনদেনের জন্য এবার প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ব্যবহারকারীদের দিতে হবে নিজেদের কার্ড ডিটেলস।

Advertisements

মূলত অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সুরক্ষার কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়ম চালু করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনলাইন পেমেন্টকে সুরক্ষিত করার জন্য সমস্ত ওয়েবসাইট এবং পেমেন্ট গেটওয়ে স্টোর থাকা গ্রাহকদের কার্ড সম্পর্কিত ডেটা সরানোর নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি লেনদেনের সময় এনক্রিপটেড টোকেন ব্যবহার করার কথা জানিয়েছে।

Advertisements

২) নতুন বছরের নতুন মাস থেকে যে নতুন নিয়ম জারি হচ্ছে তাতে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে চার্জ বাড়ানো হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট লিমিটের বেশি এটিএম থেকে টাকা তোলা হলে তার জন্য এটিএম ট্রানজেকশন চার্জ বাড়ানো হচ্ছে। এই চার্জ ৫% পর্যন্ত বাড়ানো হতে পারে। এক্ষেত্রে আগে চার্জ দিতে হতো ২০ টাকা, সেই জায়গায় নতুন বছরের নতুন মাস থেকে গ্রাহকদের চার্জ দিতে হবে ২১ টাকা।

৩) পোস্ট অফিসে লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম জারি হচ্ছে নতুন বছরের নতুন মাস থেকে। এই বিষয়ে বলা হয়েছে, IPPB অ্যাকাউন্ট হোল্ডারদের নির্ধারিত বিনামূল্যে লেনদেনের থেকে বেশি লেনদেন করা হলে আলাদা করে চার্জ দিতে হবে।

৪) প্রতিমাসেই রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হয়ে থাকে। কোন মাসে এই দাম বাড়ানো হয়, আবার কোন মাসে কমানো হয়। কোন কোন মাসে আবার দাম একই রাখা হয়। নতুন বছরের নতুন মাসে নতুনভাবে রান্নার গ্যাসের দাম নির্ধারিত হবে।

Advertisements