4 Safest Smartphones That Are Absolutely Impossible to Hack: যখনই দামী, উন্নত ফিচারযুক্ত প্রিমিয়াম স্মার্টফোনের কথা মাথায় আসে অ্যাপেল, স্যামসাং বা গুগলের নাম আসে। কিন্তু, এই সংস্থাগুলোর মধ্যে কারও কাছেই বিশ্বের সবথেকে সুরক্ষিত স্মার্টফোন(Safest Smartphone)। নিরাপত্তার চাদরে মোরা এই সুরক্ষিত স্মার্টফোনগুলো হ্যাক করা হ্যাকারদের পক্ষে খুবই কঠিন। আমরা সাধারণত যে ধরনের স্মার্টফোন দেখি তার থেকে অনেকটাই আলাদা এটি। এতে বাড়তি সুবিধা হলো ফিজিক্যাল বাটন, যার মাধ্যমে একাধিক ওয়্যারলেস ফিচার নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আমরা অনেকেই ফোনগুলো সম্পর্কে সঠিকভাবে কোন তথ্য জানিনা, তাই চলুন আজকের প্রতিবেদনে সেইটাই জেনে নেব।
Sirin Labs Finney U1: ফোনটির নাম উচ্চারণ করতে যতটাই না কষ্ট হচ্ছে ততটাই কষ্টকর হল একে হ্যাক করা (Safest Smartphone)। এই ধরনের স্মার্টফোনে আপনি সমস্ত কল, মেসেজ, ইমেইলে পাবেন এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষা। এতে গুগলের মডিফায়েড অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইনট্রুশন প্রিভেনশন সিস্টেম (IPS) রয়েছে। পৃথিবীর মধ্যে এটি হলো প্রথম সাইবার-সুরক্ষিত ব্লকচেইন যুক্ত স্মার্টফোন। যার দাম ৮৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭৪,৯৫৭ টাকা।
Katim R01: এই সুরক্ষিত স্মার্টফোনে (Safest Smartphone) হবে না কোনও OTP স্ক্যাম বা অনলাইন প্রতারণা। বাজারে আমরা যে ধরনের স্মার্টফোন দেখি তার থেকে অনেকগুণ শক্তিশালী এবং সুরক্ষিত এই কোম্পানির স্মার্টফোন। এটি একেবারে ট্যাম্পার প্রুফ এবং MIL-STD ৮১০G মিলিটারি সার্টিফায়েড। এটির বিশেষ শিল্ড মোড ফোনের পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট লককে সবথেকে ভালোভাবে সুরক্ষিত রাখবে। স্মার্ট ফোনটির বাজার দর হল ১১০০ ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৯১,৭১৭ টাকা।
Purism Librem 5: এই সুরক্ষিত স্মার্টফোনের (Safest Smartphone) দাম হলো ৯৯৯ ডলার যা ভারতীয় মুদ্রা অনুসারে হয় ৮৩,২৯৪ টাকা। বিশ্বের এটি প্রথম স্মার্টফোন কোম্পানি যার সমস্ত নিয়ন্ত্রণ ইউজারকেই দিয়ে দিয়েছে। এতে রয়েছে Linux অপারেটিং সিস্টেম PureOS সফটওয়্যার। ইউজারের কাছে হার্ডওয়ার এবং সফটওয়্যার সংক্রান্ত সমস্ত ধরনের নিয়ন্ত্রণ থাকবে। এর ফলে কেউ নজরদারি করতে পারবে না এই স্মার্টফোনে।এতে একটি ফিজিক্যাল সুইচ রয়েছে যা কাজে লাগিয়ে ক্যামেরা, মাইক্রোফোন, ব্লুটুথ, ওয়াইফাই সব বন্ধ করে দিতে পারবেন। এছাড়াও আছে ৩GB ব়্যাম এবং ৩২GB ইন্টার্নাল স্টোরেজ। এই ফোনের ব্যাটারিও আপনি নিজে বদলাতে পারবেন।
Bittium Tough Mobile 2: এই সুরক্ষিত ফোনটি সাইবার বিশেষজ্ঞ দ্বারা তৈরি করা হয়েছে। ফিনল্যান্ডে এই হ্যান্ডসেট তৈরি হয়েছে। আগের মোবাইলের মতো এতেও রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, পাশাপাশি আছে ফিচার এবং ট্যাম্পার প্রুফ প্রযুক্তি। হ্যাকার বা সাইবার অপরাধীরা কোনোভাবেই ফোনের হার্ডওয়্যার বা ডেটার সঙ্গে কোনরকম কাটা ছেঁড়া করতে পারবে না। এই সুরক্ষিত স্মার্টফোনটি বড় বড় হ্যাকার এবং সাইবার অপরাধীদের সহজেই বোকা বানাবে। এটির দাম ১৭২৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় হয় ১,৪৪,১৬২ টাকা।