North Bengal Special Train: সহজেই হবে দার্জিলিং, সিকিম ট্যুর! স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ালো রেল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গরমে পর্যটকদের বড় অংশ কোথাও ঘুরতে যাওয়ার জন্য যে সকল জায়গা বেছে নিচ্ছেন সেগুলি হল দার্জিলিং, সিকিম সহ উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি এলাকা। এই সকল জায়গা ঘুরতে যাওয়ার জন্য দক্ষিণবঙ্গের অধিকাংশ বাসিন্দাদের ভরসা করতে দেখা ট্রেনের উপরই। কিন্তু গত কয়েক মাস ধরে উত্তরবঙ্গে যাওয়ার সমস্ত ট্রেনের টিকিট ক্রাইসিস দেখা যাচ্ছে। হলে অনেকেই রয়েছেন যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করেও বাতিল করছেন।

উত্তরবঙ্গগামী ট্রেনগুলির ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে এবার ভারতীয় রেল (Indian Railways) একের পর এক স্পেশাল ট্রেন (North Bengal Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক মাস ধরেই এই সকল স্পেশাল ট্রেন চলছে। অনেক স্পেশাল ট্রেন রয়েছে যেগুলি আবার এখন মেয়াদ শেষের দিকে। কিন্তু যেহেতু চাহিদা এখনো এক ফোঁটাও কমেনি তাই এই সকল ট্রেনের মধ্যে দু’জোড়া ট্রেনের মেয়াদ বৃদ্ধি করা হলো।

যে দু’জোড়া স্পেশাল ট্রেনের চালানোর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সেই ট্রেনগুলি বন্ধ করে দিলে উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনের সংখ্যা কমে যেত। কিন্তু রেল যেহেতু ওই ট্রেনগুলি আপাতত চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাই ট্রেনের সংখ্যা বাড়ল। রেলের তরফ থেকে মূলত আরও কয়েকদিন যে দু’জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সেই ট্রেনগুলি হল ০৬১০৩ ও ০৬১০৪ এবং ০৬১০৫ ও ০৬১০৬। এই ট্রেনগুলি আগের মতোই চালানো হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন 👉 SBSTC Tickets Offer: বন্দে ভারতের হাফ দামে AC টিকিট! সস্তায় উত্তরবঙ্গ যাওয়ার দুর্দান্ত সুযোগ দিচ্ছে SBSTC

০৬১০৩ ও ০৬১০৪ এবং ০৬১০৫ ও ০৬১০৬ ট্রেনগুলি যাতায়াত করে নাগেরকইল- ডিব্রুগড়- নাগেরকইলের মধ্যে। ০৬১০৩ ট্রেনটি ৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত, ০৬১০৪ ট্রেনটি ১২ জুন থেকে ২৬ জুন, ০৬১০৫ ট্রেনটি ১৪ জুন থেকে ২৮ জুন এবং ০৬১০৬ ট্রেনটি ১৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সকল ট্রেনগুলিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা সহজেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন যাতায়াত করতে পারবেন।

উত্তরবঙ্গের দার্জিলিং সহ বিভিন্ন জায়গা যাওয়ার পাশাপাশি সিকিম যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের অধিকাংশরাই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নামেন এবং সেখান থেকেই গাড়ি করে নিজেদের গন্তব্যে পৌঁছে যান। ফেরার পথেও গাড়ি করে পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে নিউ জলপাইগুড়ি এসে ফের ট্রেনে চড়ে নিজেদের বাড়ি ফিরতে রাখা যায়। স্বাভাবিকভাবেই এই চারটি স্পেশাল ট্রেন রেলের তরফ থেকে চালানোর মেয়াদ বৃদ্ধি করার কারণে পর্যটকরা অনেকটাই উপকৃত হবেন।