Train Cancel on Sealdah Division: ৪ ট্রেন বাতিল, একাধিকের রুট বদল! শনিবার স্টেশনে যাওয়ার আগে দেখে নিন তালিকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে সপ্তাহান্তে বিভিন্ন ট্রেন বাতিল (Train Cancel) করা হচ্ছে রেলের (Indian Railways) তরফ থেকে। রাজ্যে সবচেয়ে বেশি ট্রেন বাতিল লক্ষ্য করা যাচ্ছে শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division)। গত কয়েক সপ্তাহের সেই ধারাবাহিকতা বজায় রেখে শনিবার ফের একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ ডিভিশনে (Train Cancel on Sealdah Division)। এছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের যাতে অসুবিধা না হয় তার জন্য সেই তালিকায় ইতিমধ্যে এলে তরফ থেকে জানানো হয়েছে।

সাবওয়ে নির্মাণের জন্য শনিবার শিয়ালদা ডিভিশনের ১০ ঘন্টা পাওয়ার ব্লক করে রাখা হবে রেলের তরফ থেকে। শিয়ালদা-লালগোলা শাখায় থাকা সীমিত উচ্চতায় সাবওয়ে নির্মাণের জন্য এমন পাওয়ার ব্লক রাখা হবে। এই সাবওয়ে নির্মাণের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলডাঙ্গা ও রেজিনগর রেল স্টেশনের মাঝখানে ১০৬ নম্বর লেভেল ক্রসিংয়ে একটি লোয়ার হাইট সাবওয়ে নির্মাণ করা হবে। এর জন্যই ট্রেন চলাচলে এমন বিঘ্নতা।

রেল সূত্রে যা জানা গিয়েছে তাতে শনিবার সকাল ৯ঃ৫০ মিনিট থেকে শুরু হবে এই পাওয়ার ব্লক এবং তার শেষ হবে সন্ধ্যা ৭ঃ৫০ মিনিটে। পাওয়ার ব্লক চলাকালীন পুরোপুরি ভাবে বাতিল রাখা হবে ০৩১৮৩ আপ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার, ০৩১৯০ লালগোলা-শিয়ালদা ডাউন প্যাসেঞ্জার, ০৩১৯৩ আপ কলকাতা-লালগোলা মেমু স্পেশাল এবং ০৩১৯৪ ডাউন লালগোলা-কলকাতা মেমু প্যাসেঞ্জার।

আরও পড়ুন 👉 AC Local Train: এবার পুরোটাই এসি! হাওড়া-শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন নিয়ে বড় ঘোষণা

এর পাশাপাশি ১৩১১৪ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস লালগোলা নির্ধারিত সময়ের পরিবর্তে দেড় ঘন্টা দেরিতে বিকেল ৪:৫০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬:২০ মিনিটে ছাড়বে। ০৩১৯২ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে ছাড়বে কৃষ্ণপুর থেকে ৬:৫০ মিনিটে। নির্ধারিত সময়ের থেকে ৩০ মিনিট দেরিতে সন্ধ্যা ৭:০৫ মিনিটে ছাড়বে ০৩১৯৮ ডাউন লালগোলা-শিয়ালদা মেমু। অন্যদিকে ০৩১১৫ আপ শিয়ালদা-লালগোলা মেমু লালগোলার পরিবর্তে বেথুয়াডহরি পর্যন্ত গিয়ে যাত্রা শেষ করবে। সেখান থেকেই ডাউন ট্রেনটি শিয়ালদা উদ্দেশ্যে রওনা দেবে।

৩১৭৭৩, ৩১৭৬৯ এবং ৩১৭৭১ আপ রানাঘাট-লালগোলা লোকাল লালগোলার পরিবর্তে যাত্রা শেষ করবে পলাশীতে। এই তিনটি ট্রেন ডাউনপথে রানাঘাটের উদ্দেশ্যে পলাশী থেকেই যাত্রা করবে। একইভাবে পলাশী পর্যন্ত যাতায়াত করবে ৩১৮৬১ আপ কৃষ্ণনগর সিটি-লালগোলা এবং ৩১৮৬৪ ডাউন লালগোলা-কৃষ্ণনগর সিটি লোকাল।