৫৯টি অ্যাপের পর এবার ভারতে নিষিদ্ধ হল ৪০টি ওয়েবসাইট

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারত সরকারের ডিজিটাল স্ট্রাইক অব্যাহত। প্রথম দফায় চীনের আগ্রাসন নীতির বেয়াদবিকে সবক শেখাতে গত ২৯শে জুন কেন্দ্র সরকারের তরফ থেকে ৫৯টি চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করা হয়। আর এবার সেই একই রকম ডিজিটাল স্ট্রাইক বজায় রেখে দেশে নিষিদ্ধ করা হলো ৪০টি ওয়েবসাইট। ওয়েবসাইটের বিষয়ে এই ডিজিটাল স্ট্রাইক চালানো হয় রবিবার।

Advertisements

Advertisements

কেন্দ্রের তরফ থেকে অ্যাপের ডিজিটাল স্ট্রাইক চালানো হয়েছিল চীনকে শিক্ষা দেওয়ার জন্য। তবে এবার ওয়েবসাইটের ডিজিটাল স্ট্রাইক চীনকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নয়, একেবারে ভিন্ন উদ্দেশ্যে। কেন্দ্র সরকারের তরফ থেকে রবিবার যে ৪০টি ওয়েবসাইট ভারতে নিষিদ্ধ করা হলো সেগুলি খালিস্তানপন্থী গ্রুপের। এই ওয়েবসাইটগুলি থেকে ‘শিখ ফর জাস্টিস’ এর নামে ভারতের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালানো হচ্ছিল বলে কেন্দ্রের অভিযোগ। আর এই বিচ্ছিন্নতাবাদীদের শিক্ষা দিতেই কেন্দ্রের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Advertisements

‘শিখ ফর জাস্টিস’ নামের এই খালিস্তানপন্থী গ্রুপ তৈরি হয় ২০০৭ সালে। গ্রুপটি চালানো হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর এই গ্রুপের মাধ্যমে ভারতে বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে জাগ্রত করে পাঞ্জাবকে আলাদা করার উস্কানি দিচ্ছিল।

ওয়েবসাইটগুলির নিষিদ্ধ করার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, “UAPA অ্যাক্ট অনুযায়ী ভারতে শিখ ফর জাস্টিস একটি বেআইনি সংগঠন। নিজেদের সমর্থনে লোক জোগাড় করতে নানান ধরনের বেআইনি প্রচার চালায় এরা তাদের এই সকল ওয়েবসাইটগুলির মাধ্যমে। তথ্যপ্রযুক্তি আইনের ৬৩ এ ধারাই এই সকল ওয়েবসাইটগুলিকে ভারতে নিষিদ্ধ করা হলো।” প্রসঙ্গত শিখ ফর জাস্টিস সংগঠনকে চলতি বছরই ভারতে নিষিদ্ধ করে স্বরাষ্ট্রমন্ত্রক।

Advertisements