২০টি জেলায় ৪৩৪টি কনটেইনমেন্ট জোনে আজ থেকে ফের লকডাউন

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে উত্তরোত্তর করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে মঙ্গলবার রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কনটেইনমেন্ট জোন ও বাফার জোন এলাকায় ফের লকডাউন জারি করার ঘোষণা করেন। ঘোষণা মত একটি নির্দেশিকা প্রতিটি জেলার জেলাশাসক ও প্রশাসনিক কর্তাদের পাঠানো হয়। যে নির্দেশিকা অনুসারে আজ অর্থাৎ ৯ই জুলাই বিকাল ৫ টা থেকে পুনরায় লকডাউন জারি হলো। নির্দেশিকা মত এদিন থেকে রাজ্যের ২০টি জেলার ৪৩৪টি কনটেইনমেন্ট জোনে নতুন করে এই লকডাউন জারি হলো আগামী ৭ দিনের জন্য। ৭ দিন পর পরিস্থিতি বিবেচনা করে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজ্যের জেলাগুলির কোন কোন এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হবে তার দায়িত্ব দেওয়া হয় প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার অথবা পুলিশ সুপারদের। কলকাতার ক্ষেত্রে কনটেইনমেন্ট জোন চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয় কলকাতা পৌরসভা এবং কলকাতা পুলিশকে। আর এই সকল এলাকা চিহ্নিত করার পর রাজ্যের কোন কোন জেলার কোন কোন অংশে পুনরায় লকডাউন জারি হলো তা সম্পর্কিত একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা থেকেই জানা গিয়েছে রাজ্যের ২০টি জেলার ৪৩৪টি কনটেইনমেন্ট জোনে এই লকডাউন জারি হয়েছে।

২০টি জেলার মধ্যে রয়েছে কলকাতা (২৫), হাওড়া (৫৬), উত্তর ২৪ পরগনা (৯৫), দক্ষিণ ২৪ পরগনা (৫৪), হুগলি (২১), নদীয়া (২৫), পূর্ব মেদিনীপুর (১২), পশ্চিম মেদিনীপুর (২৩), পূর্ব বর্ধমান ২১), মালদা (৪), জলপাইগুড়ি (১১), দার্জিলিং (৫), কালিম্পং (৩), উত্তর দিনাজপুর (৩০), দক্ষিণ দিনাজপুর (১০), মুর্শিদাবাদ (৪), বাঁকুড়া (৯), বীরভূম (৯), পুরুলিয়া (১৩), আলিপুরদুয়ার (৪০)। কনটেইনমেন্ট জোনমুক্ত জেলাগুলি হল ঝাড়গ্রাম, কোচবিহার, পশ্চিম বর্ধমান। ৪৩৪টি কনটেইনমেন্ট জোনের তালিকা

রাজ্যের এই ২০টি জেলার কনটেইনমেন্ট জোন এলাকাগুলিতে লকডাউন চলাকালীন বন্ধ থাকবে সমস্ত রকম সরকারি ও বেসরকারি অফিস, অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া বন্ধ থাকবে অন্যান্য সমস্ত রকম দোকানপাট, বন্ধ থাকবে সমস্ত রকম গণপরিবহণ, বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রেও থাকছে নিষেধাজ্ঞা।