নিজস্ব প্রতিবেদন : বর্তমানে রাজ্যের পাশাপাশি বীরভূমের করোনা পরিস্থিতি প্রতিনিয়ত ভয়ঙ্কর রূপ নিলেও আশার আলো দেখাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। আর এই আশার আলো আরও বৃদ্ধি পেতে পারে আমজনতার প্রতিনিয়ত সচেতনতা অবলম্বন করা, আরও আরও বেশি সতর্ক হওয়া। গত ২৪ ঘন্টায় বীরভূমে সুস্থ হয়ে উঠেছেন ৪৬৮ জন।
বীরভূম জেলা প্রশাসনের শনিবারের তথ্য অনুযায়ী জেলায় নতুন করে করনা আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। তবে এই ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়ে উঠেছেন ৪৬৮ জন। শেষ পরিসংখ্যান অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৮৮১। অন্যদিকে জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ১৪,০৬৪। অর্থাৎ আক্রান্তের সংখ্যা বাড়লেও বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা।
[aaroporuntag]
তবে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৬ জন। বর্তমানে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২১২। মৃতদের মধ্যে ২ জন রয়েছেন বীরভূম স্বাস্থ্য জেলা থেকে এবং ৪ জন রয়েছেন রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে। অন্যদিকে বীরভূমে বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৫৩১।