১০ হাজার ছাড়িয়ে গেল রাজ্যের মোট করোনা সংক্রমণ, সুস্থতার হারও উল্লেখযোগ্য

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। আর এই সংক্রমণ বৃদ্ধির নিরিখে ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। পশ্চিমবঙ্গের শুক্রবার করোনা সংক্রমণের মোট সংখ্যা ছাড়িয়ে গেল ১০,০০০। আবার উল্লেখযোগ্যভাবে এদিন রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ একই দিনে রাজ্য দু’দুটি রেকর্ডের অধিকারী।

রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে এদিন যে রিপোর্ট পেশ করা হয় তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৪৭৬ জন। আর এরপর এই রাজ্যের মোট সংক্রমণ সংখ্যা দাঁড়ালো ১০,২৪২। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৮ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৪২০৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত ৯, মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫১। ফলে রাজ্যে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫৮৭। আশার আলো এটাই যে রাজ্যে সুস্থতার হার পৌঁছেছে ৪১.০৫ শতাংশে।

সংক্রমণে জেলা ভিত্তিক সংখ্যার নিরিখে কলকাতায় মোট সংক্রমণের সংখ্যা সব থেকে বেশি, ৩৩৫৬। এরপরেই রয়েছে হাওড়া, ১৬২০। তারপর উত্তর ২৩ পরগনা, ১৪২৪। হুগলিতে মোট সংক্রমণের সংখ্যা ৬৮২। বাকি আলিপুরদুয়ারে ৪১, কোচবিহারে ২৪৬, দার্জিলিঙে ১৮৪, কালিম্পংয়ে ৩৯, জলপাইগুড়িতে ১৬৫, উত্তর দিনাজপুরে ২১৪, দক্ষিণ দিনাজপুরে ৬৪, মালদাতে ২৫৩, মুর্শিদাবাদে ১৫৬, নদিয়ায় ১৭৬, বীরভূমে ২৪২, পুরুলিয়ায় ৮৪, বাঁকুড়াতে ১৭৬, ঝাড়গ্রামে ১১, পশ্চিম মেদিনীপুরে ২৪৫, পূর্ব মেদিনীপুরে ১৮৬, পূর্ব বর্ধমানে ১২৯, পশ্চিম বর্ধমানে ১০২।

প্রসঙ্গত, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে ভারতে গত ২৪ ঘন্টায় সংক্রমণ বেড়েছে ১০,৯৫৬। দেশের মোট সংক্রমণের সংখ্যা ২ লক্ষ ৯৭ হাজার ৫৩৫। এদিন ভারত মোট সংক্রমণের সংখ্যার নিরিখে বিশ্বে ব্রিটেনকে টপকে চতুর্থ নম্বরে পৌঁছে গেছে।