প্রথম ভারতীয় হিসেবে ৪৮ বছর বয়সে CPL খেলে নজির গড়লেন প্রবীণ তাম্বে

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যে বয়সে ক্রিকেটাররা ব্যাট প্যাড তুলে রেখে অবসর গ্রহণ করেন, ঠিক সেই সময় প্রবীণ তাম্বেকে একজন ক্রিকেটার হিসেবে চেনেন দেশের মানুষ। তবে এই পরিচিতি আসে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য নয় বরং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দৌলতে। প্রবীণ তাম্বে সবথেকে প্রবীণ ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলা শুরু করেছিলেন। আর সেই খেলা এখনো তার চলছে সমানতালে। যে কারণে এবার তিনি প্রথম ভারতীয় হিসেবে CPL খেলে নজির গড়লেন।

Advertisements

CPL-এ শাহরুখের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে চলতি বছর তিনি প্রথম যোগ দিয়েছেন তিনি। দলে যোগ দেওয়ার পর প্রথম তিন ম্যাচ তিনি খেলার সুযোগ পাননি। তবে বুধবার তার সামনে মাঠে নামার সুযোগ করে দেয় সুনীল নারিনের চোট। সুনীল নারিন চোটের কারণে বাইরে হতেই দলের হয়ে মাঠে নেমে প্রবীণ তাম্বে নিজের আভিজাত্য দেখান।

Advertisements

বুধবার শাহরুখের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের সাথে খেলা ছিল ড্যারেন সামির সেন্ট লুসিয়া যৌকসের বিরুদ্ধে। আর সেই ম্যাচে প্রবীণ তাম্বে বল হাতে নিয়েই প্রথম ওভারে একটি উইকেট তুলে নেন। প্রবীণ তাম্বের গুগলিতে আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জারদান নিজের উইকেট খুইয়ে প্যাভিলিয়নে ফিরে যান। যদিও প্রথম ওভারে প্রবীণ এই ক্রিকেটার দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালেও পরে আর বল করার সুযোগ পাননি। কারণ বৃষ্টির কারণে গতকালকের সেই ম্যাচ বাতিল হয়ে যায়।

Advertisements

প্রবীণ তাম্বে নিজের ক্রিকেট জীবনে মাত্র ২ টি ফার্স্ট ক্লাস এবং ৬ টি লিস্ট ম্যাচ খেলেছিলেন। এরপর ৪১ বছর বয়সে তিনি রাজস্থান রয়েলসের হয় ২০১৩ সালে আইপিএলে পা দেন। চলতি বছর কলকাতা নাইট রাইডার্স তাকে ২০ লক্ষ টাকার বিনিময় দলে নেয়। তবে তাহলেও তিনি এবছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারবেন না। কারণ হিসাবে রয়েছে নিয়মভঙ্গের অভিযোগ। তিনি সরকারিভাবে অবসর গ্রহণ না করে বিসিসিআইকে কোন কিছু না জানিয়ে CPL এ খেলার জন্য নিজের নাম নথিভুক্ত করেন।

Advertisements