নিজস্ব প্রতিবেদন : এখন দেশের অধিকাংশ মানুষের বাড়িতে পৌঁছে গিয়েছে ইলেকট্রিক কানেকশন। এই ইলেকট্রিক কানেকশনের সুবিধা নেওয়ার জন্য গ্রাহকদের মাসের ভিত্তিতে খরচ করতে হয়। তবে এই খরচ অর্থাৎ বিল মেটানোর জন্য একাধিক অভিযোগ উঠে আসতেও লক্ষ্য করা যায়। সেই সকল অভিযোগ এবার নিমেষে দূর হতে চলেছে স্মার্ট ইলেকট্রিক মিটারের দৌলতে।
গত কয়েক বছর ধরেই দেশের প্রতিটি বাড়িতে স্মার্ট ইলেকট্রিক মিটার বসবে এমন শোনা যাচ্ছে। তবে কবে থেকে পুরোদমে এই স্মার্ট ইলেক্ট্রিক মিটার বাড়িতে বাড়িতে বসতে শুরু করবে তা এখনও নিশ্চিত নয়। সেই জায়গায় কয়েক ধাপ এগিয়ে এসেছে উত্তর প্রদেশ। উত্তরপ্রদেশে জুলাই মাস থেকেই খাতা-কলমে প্রতিটি বাড়িতে বসতে চলেছে এই ইলেকট্রিক স্মার্ট মিটার। খুব তাড়াতাড়ি দেশের অন্যান্য রাজ্যগুলির বাড়িতে বাড়িতে এই ইলেকট্রিক স্মার্ট মিটার পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
4G প্রযুক্তি ভিত্তিক এই ইলেকট্রিক স্মার্ট মিটার অন্যান্য মিটারের তুলনায় সম্পূর্ণ আলাদা। এই ইলেকট্রিক স্মার্ট মিটার কাজ করবে অনেকটা মোবাইল কানেকশনের মত। যেমন মোবাইল প্রিপেড কানেকশনের ক্ষেত্রে আগে রিচার্জ করতে হয় গ্রাহকদের এবং তারপর পরিষেবা পান ঠিক সেই পদ্ধতি রয়েছে এই ইলেকট্রিক স্মার্ট মিটারের ক্ষেত্রে।
একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের যত ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয়ে থাকে সেই অনুযায়ী আগে থেকে রিচার্জ করিয়ে নিতে হবে গ্রাহকদের। সেই রিচার্জ অনুযায়ী বিদ্যুৎ খরচ করতে পারবেন গ্রাহকরা। এর ফলে বিল পেমেন্ট করার ঝামেলা থাকবে না। শুধু বিল পেমেন্ট করার ঝামেলা থাকবে না এমনটা নয়, এর পাশাপাশি থাকছে আরও একাধিক সুবিধা।
সেই সকল সুবিধার মধ্যে হল বিলের ক্ষেত্রে কারচুপির সম্ভাবনা থাকবে না। পাশাপাশি বিদ্যুৎ খরচ না করলেও টাকা দিতে হবে এমন বাধ্যবাধকতা থাকছে না। এছাড়াও সংস্থারও অনেক সুবিধা থাকছে। যেমন কোন বাড়িতে দীর্ঘদিন বিদ্যুতের বিল দেননি সে ক্ষেত্রে তার বাড়িতে গিয়ে কানেকশন কাটার প্রয়োজন হবে না। রিচার্জ না করলেই নিজে থেকে বন্ধ হয়ে যাবে কানেকশন। এই ধরনের স্মার্ট ইলেকট্রিক মিটার চালু করার জন্য বহু রাজ্যের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি তুলছেন।