নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম এবং একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক প্রতিনিয়ত Savings Account-এর ক্ষেত্রে সুদের হার কমিয়ে চলেছে। এমত অবস্থায় স্বাভাবিকভাবেই আমানতকারীরা অসুবিধায় পড়ছেন, ব্যাঙ্কে জমিয়ে রাখা টাকা থেকে সুদের পরিমাণ কমে যাচ্ছে। তবে দেশে এমন ৫টি ব্যাঙ্ক রয়েছে যেগুলি Savings Account-এর ক্ষেত্রেও ৭ শতাংশের বেশি সুদ দিচ্ছে।
Bandhan Bank : এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট রাখার ক্ষেত্রে গ্রাহকদের ন্যূনতম পাঁচ হাজার টাকা জমা রাখতে হয়। এই ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও বিপুল পরিমাণ সুদ দিয়ে থাকে। টাকা সঞ্চয়ের পরিমাণ অনুযায়ী এই ব্যাঙ্কের সুদের পরিমাণ ৩ শতাংশ থেকে ৭.১৪ শতাংশ পর্যন্ত।
RBL BANK : এই ব্যাঙ্কের গ্রাহকদের ন্যূনতম ৫০০ টাকা থেকে ২৫০০ টাকা রাখতে হয় সেভিংস অ্যাকাউন্টের জন্য। এই ব্যাঙ্কের গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্টে রাখা অর্থের পরিমাণ অনুযায়ী সুদ পেয়ে থাকেন ৪.৭৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত।
IndusInd Bank : এই ব্যাঙ্কের বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট করার সুযোগ রয়েছে। অ্যাকাউন্টের ভাগ অনুযায়ী ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় ১৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। সেভিংস অ্যাকাউন্টে রাখা অর্থের পরিমাণ অনুযায়ী সুদ পাওয়া যায় ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত।
IDFC FIRST BANK : এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের ন্যূনতম ১০ হাজার টাকা অ্যাকাউন্টে রাখতে হয়। অর্থের পরিমাণের উপর নির্ভর করে গ্রাহকরা ৩.৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে থাকেন।
[aaroporuntag]
Yes Bank : এই ব্যাঙ্কের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ২৫০০ থেকে ১০ হাজার টাকা রাখতে হয়। অর্থ সঞ্চয়ের পরিমাণ হিসেবে গ্রাহকরা সুদ পেয়ে থাকেন ৪% থেকে ৫.৫ শতাংশ পর্যন্ত।