বেড়েছে EMI, এরই মধ্যে এই ৫ ব্যাঙ্ক কম সুদে দিচ্ছে লোন

নিজস্ব প্রতিবেদন : ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরপর দু’বার রেপো রেট বৃদ্ধি করার ফলে ৪.৯০ শতাংশে এসে পৌঁছেছে এই রেপো রেট। এক ধাক্কায় অনেকটাই রেপো রেট বৃদ্ধি পাওয়ার কারণে বেড়েছে ঋণের উপর সুদের পরিমাণ। ঋণের উপর সুদের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই বেড়েছে EMI।

এখন এমন পরিস্থিতিতে যে সকল গ্রাহকরা লোন নিয়ে গাড়ি, বাড়ি করার কথা ভাবছিলেন তাদের অনেককেই ভাবাচ্ছে। কারণ ইএমআই বেড়ে যাওয়া মানেই বাড়তি চিন্তা। তবে এসবের মাঝেও বাধ্য হয়ে অনেকেই হোম লোন বা অন্য কোন লোন নিতে ব্যাঙ্কে ছুটছেন। তবে এই লোন নেওয়ার আগে কোন কোন ব্যাঙ্ক সস্তায় লোন দিচ্ছে তা জানা জরুরী।

১) রেপো রেট বৃদ্ধি পাওয়ার পরেও কম সুদে হোম লোন দিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩০ লক্ষ থেকে ৭৫ লক্ষ পর্যন্ত লোনের ক্ষেত্রে ৬.৯০ থেকে ৮.৮৫ শতাংশ সুদ। ৭৫ লক্ষের উপরে সুদের হার পড়বে ৬.৯০ থেকে ৮.৮৫ শতাংশ।

২) এখনো পর্যন্ত সস্তায় হোম লোন দিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। ৩০ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনে সুদ পড়বে ৬.৯০ থেকে ৭.৯৫ শতাংশ। ৩০ লক্ষ থেকে ৭৫ লক্ষ পর্যন্ত লোনের ক্ষেত্রে ৬.৯০-৭.৯৫ শতাংশ সুদ। ৭৫ লক্ষের উপরে সুদের হার পড়বে ৬.৯০ থেকে ৭.৯৫ শতাংশ।

৩) হোম লোনের ক্ষেত্রে এখনো পর্যন্ত কম সুদে লোন দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ৩০ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে সুদ পড়বে ৭.১০ থেকে ৭.৯৫ শতাংশ। ৩০ লক্ষ থেকে ৭৫ লক্ষ পর্যন্ত লোনের ক্ষেত্রে ৭.১০ থেকে ৭.৯৫ শতাংশ সুদ। ৭৫ লক্ষের উপরে সুদের হার পড়বে ৭.১০ থেকে ৭.৯৫ শতাংশ।

৪) কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এখনো পর্যন্ত কম সুদে হোম লোন দিচ্ছে। ৩০ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে সুদ শুরু ৭ শতাংশ থেকে। ৩০ লক্ষ থেকে ৭৫ লক্ষ পর্যন্ত লোনের ক্ষেত্রে সুদ ৭ শতাংশ থেকে শুরু। ৭৫ লক্ষের উপরে লোনের জন্য সুদ পড়বে ৭ শতাংশ বা তার বেশি।

৫) হোম লোনের ক্ষেত্রে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদ অনেকটাই কম নিচ্ছে। ৭.০৫ থেকে ৭.৭৫ শতাংশ সুদ করছে ৩০ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে। এরপর ৭৫ লক্ষ টাকা বা তার বেশির ক্ষেত্রে সুদ দিতে হবে ৭.০৫ থেকে ৭.৭৫ শতাংশ।