নিজস্ব প্রতিবেদন : যাদের অনেক বেশি রোজগার তাদেরই ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়, যাদের ইনকাম কম অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স ছাড়ের আওতায় পড়েন তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার দরকার নেই। এমনই ভুল ধারণা রয়েছে বহু মানুষের মধ্যে। আর সেই ভুল ধারণার পরিপ্রেক্ষিতেই অনেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন না। তবে অনেকেরই জানা নেই, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং করলে ৫-৫টি সুবিধা (Benefits of ITR Filing) পাওয়া যায়।
এছাড়াও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য খুব বেশি যে খরচ হয় তাও নয়, আবার যদি কেউ আয়কর ছাড়ের আওতায় পড়েন তাহলে তাকে কোনরকম সরকারকে টাকাও দিতে হয় না। উপরন্তু যে সকল সুবিধা পাওয়া যায় তা ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করার খরচকে অনেকটাই উসুল করে দেয়। এক্ষেত্রে চাকুরীজীবী হোক অথবা ব্যবসায়ী বা অন্য কোন ক্ষেত্র থেকে রোজগেড়ে হলেও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইটিং করে ৫ সুবিধা পেতে পারেন।
১) ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং করলে যে রিসিভ পাওয়া যায় তা আপনার ঠিকানার পরিচয়পত্র হিসাবে গণ্য হয়। অবশ্য অনলাইনে ফাইলিং করলে রিসিভ আসে মেইল আইডিতে। কিন্তু যদি কেউ অফলাইনে ফাইলিং করেন তাহলে রিসিভ কপি আসে তার দেওয়া ঠিকানায়। এক্ষেত্রে ওই রিসিভ কপি ঠিকানার পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে।
২) ফিক্সড ডিপোজিট হোক অথবা অন্য কোন জায়গা থেকে পেমেন্টের ক্ষেত্রে যদি টিডিএস কেটে নেওয়া হয় তাহলে সেই tds এর টাকা সহজেই ফেরত পাওয়া যেতে পারে আয়কর রিটার্ন ফাইল করে। বহু ক্ষেত্রেই দেখা যায় অনেকে জানেনই না যে কোথায় কোথায় তার টিডিএস কেটেছে। এক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলেই সমস্ত টিডিএস একত্রিত হয়ে আপনার অ্যাকাউন্টে ফিরে আসে।
৩) লোন পাওয়ার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং অনেকটাই সুবিধা দিয়ে থাকে। কেননা এটি হলো আপনার রোজগারের সবচেয়ে বড় প্রমাণপত্র। যে কারণে যাদের লোনের প্রয়োজন হয় তারা যদি তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে সেটি জমা দেন তাহলে তা লোন পাওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করে।
আরও পড়ুন ? Land Price West Bengal: দালালদের ফাঁদে পড়ে ঠকার দিন শেষ! এবার কোন জমির দাম কত, বলে দেবে সরকারি অ্যাপ
৪) যাদের ভিসা প্রয়োজন হয় তাদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং করা অত্যন্ত জরুরী। অন্ততপক্ষে তিন থেকে পাঁচ বছরের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং দরকার হয়ে থাকে। এক্ষেত্রে যারা নিয়মিত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন তারা ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা পান।
৫) ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল বেশি বীমা কভারেজ পাওয়ার ক্ষেত্রে জরুরী। যে কারণে যাদের এক কোটি টাকা পর্যন্ত বীমা কভারেজ দরকার হয় তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে তা অনেকটাই সুবিধাজনক।