নিজস্ব প্রতিবেদন : এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে যেমন রেল পরিষেবা গুরুত্বপূর্ণ একটি পরিষেবা, তেমনি আবার অন্যতম গুরুত্বপূর্ণ হল বিমান পরিষেবা। রেল পরিষেবার ক্ষেত্রে ভারত যেমন বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্কের দেশ হিসাবে পরিগণিত হয়, ঠিক তেমনি বিমান পরিষেবার ক্ষেত্রে তৃতীয়। তৃতীয় বৃহত্তম বিমান পরিবহন মার্কেট হওয়ার কারণে ভারতে বেশ কয়েকটি বড় বড় বিমানবন্দর রয়েছে। এর পাশাপাশি বিমান পরিষেবার চাহিদা বৃদ্ধি পাওয়ায় আকাশ পথেও দ্রুত বেড়ে চলেছে ট্রাফিক।
১) বিমান পরিষেবার ক্ষেত্রে দেশের বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দরটি হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের বৃহত্তম হওয়ার পাশাপাশি এই বিমানবন্দর বিশ্বের বৃহত্তম বিমানবন্দরগুলির তালিকায় অন্যতম। এখানে তিনটি টার্মিনাল এবং তিনটি রানওয়ে রয়েছে। এর মধ্যে একটি রান ওয়ে হলো দেশের বৃহত্তম রানওয়ে যার দৈর্ঘ্য ৪৪৩০ মিটার।
২) দেশের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় রয়েছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরটি। এখানে প্রতিদিন ৮৫০ টি বিমান উঠানামা করে। এর পাশাপাশি এটি ভারত এবং সারা বিশ্বে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় ২৯ নম্বর রয়েছে।
৩) ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে রয়েছে একটি টার্মিনাল এবং দুটি রানওয়ে। প্রতিদিন ৬০০টির বেশি ফ্লাইট উঠানামা করে।
৪) ভারতের চতুর্থ ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় রয়েছে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে রয়েছে দুটি টার্মিনাল এবং দুটি রানওয়ে। প্রতিদিন ৫৭০ টির বেশি বিমান এই বিমানবন্দর থেকে ওঠানামা করে।
৫) দেশের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় নাম রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমান বন্দর সম্প্রসারণ এবং আধুনিকীকরণের কারণে এটিকে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল এশিয়া প্যাসিফিক অঞ্চলের ‘সবচেয়ে উন্নত বিমানবন্দর’ হিসাবে চিহ্নিত হয়েছে।