নিজস্ব প্রতিবেদন : ভারত বিশ্বের দ্বিতীয় কনজিউমার মার্কেট হলেও এদেশের মহিলাদের ব্যবসায়িক ক্ষেত্রে অংশগ্রহণ নামমাত্র। NSSO-এর সমীক্ষা থেকে জানা গিয়েছে ভারতের মাত্র ৮ শতাংশ মহিলারা ব্যবসায় অংশগ্রহণ করেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ‘আত্মনির্ভর ভারত’ গড়ার কথা বলছেন সে সময় তার কথায় ‘দেশের মহিলারা এগোবে তবেই দেশ এগোবে’।
আর এই কথা মাথায় রেখেই কেন্দ্র সরকারের তরফ থেকে মহিলাদের ব্যবসায়িক ক্ষেত্রে অংশগ্রহণ এবং আত্মনির্ভর করে তোলার জন্য বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যে সকল প্রকল্পের মাধ্যমে দেশের মহিলারা অল্প সুদে লক্ষ লক্ষ টাকা ঋণ পেতে পারেন। এমন পাঁচটি প্রকল্প সম্বন্ধে জেনে নেওয়া যাক।
১) মহিলা শক্তি যোজনা : এই প্রকল্পের মাধ্যমে ৫০% বা তার বেশি অংশীদারিত্ব রয়েছে এমন উদ্যোগের ক্ষেত্রে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে অল্প সুদে। MSME রেজিস্টার্ড থাকা সংস্থাগুলি খুব সহজে এবং অল্প সুদে ঋণ পেতে পারে ৫০ হাজার থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত। এমনকি ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোন রকম সিকিউরিটি ডিপোজিট করতে হবে না। এছাড়াও সুদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে এই প্রকল্পে। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আগ্রহীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতে হবে।
২) অন্নপূর্ণা প্রকল্প : যেসকল মহিলারা খাদ্য সরবরাহের ব্যবসার সাথে যুক্ত অথবা এমন কোন ব্যবসায় অংশগ্রহণ করতে চান তারা এই প্রকল্পের সাহায্যে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এই প্রকল্পের আওতায় ঋণ পেতে হলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতে হবে এবং একজন গ্যারান্টার প্রয়োজন হবে। আগ্রহীরা যে টাকা ঋণ হিসাবে নেবেন তা ৩৬ মাসের মধ্যে শোধ করতে হবে।
৩) মুদ্রা যোজনা : এই যোজনায় যেকোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে ঋণ পেতে পারেন মহিলারা। সহজ পদ্ধতিতে এবং স্বল্প সুদে ঋণ দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় ঋণ নেওয়ার জন্য আগ্রহী মহিলা যেকোনো সরকারি ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন। ৫০ হাজার থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলতে পারে। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোন রকম গ্যারান্টারের প্রয়োজন হবে না।
৪) মহিলা সমৃদ্ধি যোজনা : আর্থিক ভাবে পিছিয়ে পরা মহিলাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্প আনা হয়েছে। এই প্রকল্পের আওতায় আর্থিক ভাবে পিছিয়ে পরা মহিলারা ৬০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এই প্রকল্পের আওতায় নেওয়া ঋণ ৪২ মাসের মধ্যে শোধ করতে হবে। এই প্রকল্পে ঋণ নেওয়ার জন্য কোনরকম গ্যারান্টারের প্রয়োজন হবে না। পাশাপাশি সুদের পরিমাণ মাত্র ৪%। নিকটবর্তী যেকোনো রাষ্ট্রীয় ব্যাঙ্কের সাথে যোগাযোগ করা যেতে পারে এই ঋণ নেওয়ার জন্য।
[aaroporuntag]
৫) মহিলা উদ্যম নিধি : মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য এই প্রকল্পের আওতায় ঋণ দেওয়া হয়। সর্বাধিক ঋণের পরিমাণ ১০ লক্ষ টাকা। এই প্রকল্পের আওতায় নেওয়া ঋণ ১০ বছরের মধ্যে শোধ করতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ভারত ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্কের মাধ্যমে এই ঋণ দেওয়া হয়ে থাকে। সুদের পরিমাণ ধার্য হয় বাজারদরের উপর।