জুতো থেকে টোল ট্যাক্স, ১ জুলাই থেকে ৬ নিয়মে বদল, টান পড়বে পকেটে!

নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের শুরুতেই দেখা যায় বিভিন্ন জিনিসের দামের ক্ষেত্রে নানান পরিবর্তন আসে। জিনিসের দামের পরিবর্তনের পাশাপাশি ব্যবহারিক বেশ কিছু ক্ষেত্রেও নিয়মে আসে নানান পরিবর্তন। ঠিক সেই রকমই জুলাই মাসের এক তারিখ থেকে ক্রেডিট কার্ড, টোল ট্যাক্স, জুতো, রান্নার গ্যাস সহ ৬ ক্ষেত্রে নিয়মে আসছে বদল। এই সকল ক্ষেত্রে নিয়মে বদল আসার ফলে পকেটে টান পড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই।

১) প্রতি মাসেই দেখা যায় রান্নার গ্যাসের দামে পরিবর্তন আনা হচ্ছে। ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন খুব কম আনা হলেও ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আনা হয়। জুলাই মাসের ১ তারিখ এই পরিবর্তন আসবে বলেই আশা করা হচ্ছে।

২) বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে জুলাই মাসের ১ তারিখ থেকে নতুন নিয়ম জারি হতে পারে। এক্ষেত্রে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন কিছু ক্রয় করা অর্থাৎ ব্যয় করার ক্ষেত্রে টিসিএস বসতে পারে। যদি কেউ সাত লক্ষ টাকা বা তার বেশি খরচ করে থাকেন ২০ শতাংশ টিসিএস বসবে। শিক্ষা অথবা চিকিৎসা ক্ষেত্রে ৭ লক্ষ টাকা বা তার বেশি খরচের ওপর ৫ শতাংশ টিসিএস বসানো হবে।

৩) প্রতি মাসের মতো সিএনজি এবং পিএনজিতে নামে পরিবর্তন আসতে পারে জুলাই মাসের ১ তারিখ।

৪) জুলাই মাসের ১ তারিখ থেকে দেশে নিম্নমানের চটি, জুতো তৈরি এবং বিক্রি নিষিদ্ধ হতে চলেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসরণ করে গুণমান নিয়ন্ত্রণ অর্ডার বাস্তবায়নের জন্য জুতো তৈরি সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।

৫) চার্টার্ড অ্যাকাউন্টেন্সি স্টাডিতে ১ জুলাই থেকে আসছে পরিবর্তন। কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন প্রকল্প চালু করা হয়েছে। নতুন যে স্কিম চালু হচ্ছে তাতে দেশের কয়েক লক্ষ পড়ুয়া উপকৃত হবেন।

৬) দিল্লি-দেরাদুন হাইওয়ের সিভায়া টোল প্লাজায় টোল ট্যাক্সের হার পরিবর্তন করা হবে আগামী ১ জুলাই থেকে। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত যানবাহন এবং ভারী যানবাহনের টোল ট্যাক্স বৃদ্ধি করা হবে।