ফের ৫ ব্যাঙ্ককে জরিমানা করল RBI, তালিকায় রয়েছে বাংলার এক ব্যাঙ্ক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন রোজগার করে তা খরচ করা মানুষের জীবনের আসল লক্ষ্য হতে পারে না। বরং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাই হলো মূল লক্ষ্য। সঞ্চয় করার ক্ষেত্রে আবার নাগরিকদের প্রথম যে আর্থিক প্রতিষ্ঠানের নাম মনে আসে তা হল ব্যাঙ্ক (Bank)। একসময় ব্যাংকে দেশের অধিকাংশ মানুষের ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও সেই ছবির পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে বর্তমানে।

Advertisements

আবার দেশের মানুষদের অর্থ ব্যাংকে সঞ্চয় রাখার পর যাতে তা সুরক্ষিত থাকে তার জন্য সবসময় নজরদারি চালায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নজরদারি চালানোর ক্ষেত্রে কোথাও কোনো রকম অসঙ্গতি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে ওই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানকে ধরে ফেলে আরবিআই। সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা থেকে শুরু করে লাইসেন্স বাতিল সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়।

Advertisements

ঠিক সেই রকমই এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের পাঁচটি ব্যাংককে নতুন করে আর্থিক জরিমানা করা হলো। এই পাঁচটি ব্যাংকের মধ্যে আবার একটি রয়েছে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের। নতুন করে যে পাঁচটি ব্যাংকে জরিমানা করা হয়েছে সেগুলোর প্রত্যেকটি হল সমবায় ব্যাংক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা বিজ্ঞপ্তি অনুসারে ওই সকল ব্যাংকের নাম সামনে এসেছে।

Advertisements

যে সকল ব্যাংকের নাম সামনে এসেছে সেগুলি হল উমা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, পিআইজে পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, মিজোরাম কো-অপারেটিভ অ্যাপেক্স ব্যাঙ্ক লিমিটেড, বীরভূম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং শিহোরি নাগরিক সহকারী ব্যাঙ্ক লিমিটেড। এই সকল ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গের একটি হল বীরভূম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সকল নিয়ম রয়েছে সেই সকল নিয়মের মধ্যে বেশ কিছু নিয়ম না মানার জন্য এই কো-অপারেটিভ ব্যাংকগুলিকে জরিমানা করা হয়েছে। গুজরাতের শিহোরি নাগরিক সহকারী ব্যাঙ্ক লিমিটেডকে ১ লাখ টাকা, বীরভূম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ১.১০ লাখ টাকা, আইজলের মিজোরাম কো-অপারেটিভ অ্যাপেক্স ব্যাঙ্ক লিমিটেডকে ২ লাখ টাকা, গুজরাতের খেদার পিআইজে পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ২ লাখ টাকা এবং গুজরাতের ভদোদরার উমা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisements