Weather Update: নিম্নচাপের ভ্রুকুটি কাটলেও রক্ষে নেই, বুধবার সতর্ক থাকতে হবে দক্ষিণবঙ্গের ৬ জেলার বাসিন্দাদের

Shyamali Das

Published on:

Advertisements

শ্যামলি দাস: দিন কয়েক ধরেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি (Rain) পেয়েছে। গত সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এতটাই বৃদ্ধি পায় যে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। মূলত এক রাতের বৃষ্টিতেই এমন পরিস্থিতি তৈরি হয় দক্ষিণবঙ্গ জুড়ে। তবে এখন নিম্নচাপের ভ্রুকুটি কেটে গিয়েছে, আবার নিম্নচাপের ভ্রুকুটি কাটলেও বৃষ্টি থেকে এখনই রক্ষে মিলবে না। কেননা আবহাওয়া দপ্তরের (Weather Update) তরফ থেকে বুধবার দক্ষিণবঙ্গের ৬ জেলার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

Advertisements

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী, সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত্যের কারণে বাংলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। তবে আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও শনিবার ও রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।

Advertisements

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে বাংলা পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। যে অক্ষরেখাটি পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে পূর্ব ও পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি আসামের উপর দিয়ে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, অন্যদিকে বাংলাদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি পশ্চিম দিকে ঝুঁকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি করবে।

Advertisements

আরও পড়ুন ? BSNL 5G: 4G তো হল, এবার 5G! BSNL নিয়ে বড় কথা শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সকল জেলায় এদিন ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ৫ এবং দক্ষিণবঙ্গের ৬ জেলার জন্য আবহাওয়া দপ্তর হলুদ সর্তকতা জারি করেছে। বুধবারের জন্য এমন হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য বুধবার কোন সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। অন্যদিকে বৃহস্পতিবার ও শুক্রবারও উত্তরবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলা ছাড়া শুক্রবার পর্যন্ত উত্তর অথবা দক্ষিণবঙ্গের কোন জেলার জন্যই কোনরকম সতর্কতা জারি করেনি।

Advertisements