5 Expensive things: মানুষের তৈরি বিশ্বের ৫ মহামূল্যবান সম্পদ, দেখে নিন তালিকা

Antara Nag

Published on:

Advertisements

আমাদের এই পৃথিবী বহু মূল্যবান ও সুন্দর জিনিস দিয়ে পরিপূর্ণ। এই পৃথিবীতে মানুষকে অবাক করার মতো অনেক কিছুই আছে। আরো অবাক হবেন যখন জানতে পারবেন এসবই মানবসৃষ্ট। তবে এইসব জিনিসের মূল্য সত্যি সবাইকে অবাক করবে। কি কি জিনিস আছে এই মূল্যবান বস্তুর তালিকায় (5 Expensive things)?

Advertisements

তাহলে এখন জেনে নেওয়া যাক পৃথিবীর সব থেকে দামি পাঁচটি মানবসৃষ্ট মূল্যবান (5 Expensive things) ও অনন্য জিনিসের নাম কি কি। ভারতের সবথেকে বড় বিত্তশালী শিল্পপতি হলেন মুকেশ আম্বানি। তিনি যে পদক্ষেপ নেন,সেটাই যেন খবরের শীর্ষে পৌঁছে যায়। মুকেশ আম্বানির বাড়ি সম্পর্কে জানেন কজন? তার বাড়িতে সাজানো পেইন্টিংগুলো সত্যি মূল্যবান বস্তুর মধ্যে পড়ে। যেগুলো খুব সহজেই দামি জিনিসের তালিকায় প্রথম স্থান করে নিয়েছে।

Advertisements

দ্বিতীয় স্থানে রয়েছে অন্যতম মূল্যবান একটি বস্তু। সুপ্রিম ইয়াটের মূল্য হল প্রায় ৪.৫ বিলিয়ন ডলার। জানলে অবাক হবেন এই সাজসজ্জা কি দিয়ে হয়েছে। সোনা ও প্লাটিনাম দ্বারা সজ্জিত গোটা ইয়াটটি। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ি। যার নাম হলো অ্যান্টিলা। মুম্বাইতে অবস্থিত মানুষের তৈরি এই দামি বস্তুটির মূল্য হল ২ বিলিয়ন ডলার। মুকেশ আম্বানির বাড়ি সত্যি একটি বিশেষ আকর্ষণীয় ও মূল্যবান জিনিস।

Advertisements

এছাড়াও তালিকায় আছে আরো বহু জিনিসের নাম। যেমন ভিলা লিওপোলডা হলো পৃথিবীর সব থেকে ব্যয়বহুল একটি প্রাসাদ। এর দাম শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন।এই ব্যয়বহুল প্রাসাদটির মূল্য হল ৫০৬ মিলিয়ন ডলার। ফরাসি শিল্পী পল সেজানের আঁকা ছবিগুলো পৃথিবীর দামি জিনিসের মধ্যে পড়ে থাকে। এই শিল্পীর আঁকা “ দ্য কার্ড প্লেয়ার্স “ ছবিটির দাম হলো ২৭৫ মিলিয়ন ডলার।

এই ডিজিটাল যুগে অ্যামাজনের নাম শোনে নি এমন কেউ নেই। যে অ্যাপ এর মাধ্যমে সবরকম জিনিস বাড়িতে বসেই পাওয়া যায় খুব সহজেই। এই কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন জেফ বেজোস। তিনি একজন বিলিয়নিয়ার। জেফ বেজোস এর বেভারলি হিলস এর বাড়ি হলো এক অমূল্য সম্পদ। এর মূল্য হল ১৬৫ মিলিয়ন ডলার।

Advertisements