নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট হোক অথবা ফুটবল বা অন্য কোন ক্রীড়া, প্রতিটি খেলার ক্ষেত্রেই জয়ী, বিজেতা দল এবং খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের ভালো সাফল্যের জন্য পুরস্কার ঘোষণা এবং পুরস্কৃত করা হয়ে থাকে। আর এই সকল ক্রীড়ার মধ্যে ক্রিকেট খেলায় পুরস্কারের তালিকা একাধিকবার উঠে এসেছে নানান অভিনব অথবা আজব পুরস্কার। আর ঠিক তেমনি এবারও এক আজব পুরস্কার দিতে দেখা গেল ক্রিকেট প্রতিযোগিতায় ম্যান অফ দ্যা ম্যাচকে।
সম্প্রতি ভোপালে একটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যে প্রতিযোগিতায় ম্যান অফ দ্যা ম্যাচ প্রতিযোগীকে ট্রফি অথবা নগদ অর্থের পরিবর্তে দেওয়া হয় পেট্রোল। জানা গিয়েছে ওই প্রতিযোগীকে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব স্বরূপ ৫ লিটার পেট্রোল দেওয়া হয়। তবে এই পুরস্কার আজব হলেও এই আজব পুরস্কারের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রতিবাদী সুর বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
আদর্শ গুপ্তা নামে এক ব্যক্তি টুইট করে এই পাঁচ লিটার পেট্রোল পুরস্কার হিসাবে দেওয়ার বিষয়টিকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। সেখান থেকেই জানা যায় সালাউদ্দিন আব্বাসি নামের এক ক্রিকেটার এই পুরস্কার পেয়েছেন ম্যাচের সেরা হওয়ার জন্য। আর ওই ব্যক্তি টুইট করার সাথে সাথে এমন পুরস্কার তুলে দেওয়ার একটি ছবিও তুলে ধরেছেন।
Man of the match ? award me 5️ Litre #Petrol ?? pic.twitter.com/GWchd8jsZb
— Adarsh Gupta (@AdarshGSports) March 2, 2021
[aaroporuntag]
প্রসঙ্গত, ভারতে ফেব্রুয়ারি মাসের গোড়া থেকেই পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বাড়তে শুরু করে যা বর্তমানে প্রায় একশর কাছাকাছি এসে পৌঁছেছে। আর এমত অবস্থায় দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল-ডিজেলের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদে সরব হতে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের। পাশাপাশি এই ভাবে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হওয়া নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে আমজনতার কাছেও। আর এমত অবস্থাতেই পুরস্কার হিসেবে পেট্রোল দেওয়া প্রতিবাদের অনন্য সুর বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।