নিজস্ব প্রতিবেদন : নগ্ন ছবি করার অভিযোগের মামলায় শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পরেই একের পর এক রহস্য সামনে আসছে। রাজ গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই পাঁচজন অভিনেত্রী এবার তাদের অভিজ্ঞতার কথা জানালেন। এই ৫ জন অভিনেত্রীকে রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি অ্যাপে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন।
কিভাবে তাদের এই প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই প্রস্তাবে এইসকল মডেল অভিনেত্রীরা কি করেছিলেন তা নিয়েই তারা জানিয়েছেন। এই পাঁচজন মডেল-অভিনেত্রী হলেন শার্লিন চোপড়া, পুনম পাণ্ডে, ইশিকা বোহরা, পুনীত কৌর ও সাগরিকা সোনা সুমন।
পুনীত কউর : যে পাঁচজন মডেল অভিনেত্রীকে পর্নোগ্রাফি অ্যাপে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে একজন হলেন পুনীত কউর। তিনি বর্তমানে একজন ইউটিউবার। তিনি জানিয়েছেন, রাজের থেকে এই ধরনের অ্যাপে অভিনয় করার জন্য তার কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। হটশটে অভিনয় করার জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবের একটি স্ক্রিনশট তুলে ধরে তিনি আরও লিখেছেন, ‘আমি এ বার নির্ঘাত মরব। এই লোকটা হটশটে অভিনয়ের প্রস্তাব দিয়ে আমাকে সরাসরি মেসেজ পাঠিয়েছিলো!! ভাবতেই পারছি না, উনি সত্যিই মেয়েদের এভাবে লোভ দেখান! কী সাঙ্ঘাতিক। জেলে পচে মরো রাজ কুন্দ্রা’।
শার্লিন চোপড়া : শার্লিন চোপড়া রাজের সাথে চুক্তি করেই এই কাজে নেমেছিলেন। তিনি জানিয়েছেন, প্রতি ছবিতে অভিনয় করার জন্য তাকে ৩০ লক্ষ টাকা করে দেওয়া হতো। ১৫ থেকে ২০ টি ছবিতে অভিনয় করেছেন শার্লিন চোপড়া। রাজ কুন্দ্রা শার্লিন চোপড়াকে লভ্যাংশের ৫০% দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি না রাখার কারণে এক বছর পর শার্লিন চোপড়া এই চুক্তি ভেঙে দেন।
ইশিকা বোহরা : রাজ কুন্দ্রার সহকারি উমেশ কামাত ইশিকা বোহরাকে টেলিফোন মারফত এমন ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। প্রতিদিন ৩৫ হাজার টাকা করে বেতন দেওয়ার কথা বলা হয়েছিল। নগ্ন ছবিতে শুটিং হবে ইরোটিক। যেখানে নগ্নতার পাশাপাশি থাকবে শিল্পতা। এই সময় এই অভিনেত্রীর হাতে কাজ না থাকায় তিনি রাজি হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি কাজ করেন নি বলেই জানিয়েছেন।
পুনম পান্ডে : রাজের সাথে কাজ করার আগে প্রাপ্ত বয়স্কদের জন্য অ্যাপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ এবং পুনম দুজনে মিলে। তবে টাকার ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোলের কারণে এই চুক্তি ভেঙে যায়। পুনম পান্ডে অভিযোগ করেছেন, তার অনুমতি ছাড়াই রাজ তার ভিডিও এবং বেশ কিছু ছবি প্রকাশ করেছিল রাজের সংস্থা। এর পাশাপাশি তার এটা অভিযোগ, সেই সকল ভিডিওতে তার অনুমতি ছাড়াই নম্বর দেওয়া হতো। যে কারণে তিনি নম্বর পাল্টাতে এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
সাগরিকা সোনা সুমন : ওয়েব সিরিজে অভিনয় করার কাজের সুযোগ করে দেওয়ার নামে এই অভিনেত্রীকে ডাকা হয়েছিল বলে অভিযোগ। তাকে অডিশনের সময় পোশাক খুলতে বলা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।