শুধু জ্বর নয়, আরও ৫টি লক্ষণ দেখলেই করোনা টেস্ট করানো জরুরি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বছর অর্থাৎ প্রথম দফায় যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে তার থেকেও এবারের সংক্রমণ আরও দ্রুত এবং চিন্তাদায়ক। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে নাইট কার্ফু জারি হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি রাজ্য লকডাউন নিয়ে চিন্তাভাবনা করছে। আগে জ্বর, গা হাত পা ব্যথা, স্বাদ না পাওয়া, গন্ধ না পাওয়াই ছিল করোনার লক্ষণ। তবে এবার আরও পাঁচটি লক্ষণ অতিরিক্ত যুক্ত হয়েছে। যে কারণে বিশেষজ্ঞরা জানাচ্ছেন শুধু জ্বর নয়, আরও ৫টি লক্ষণ দেখলে করোনা টেস্ট করানো জরুরি।

Advertisements

Advertisements

১) অধিকাংশ মানুষেরই জানা করোনা আক্রান্ত হলে তা শ্বাসযন্ত্রের ক্ষতি করে। কিন্তু সম্প্রতি গবেষণায় ধরা পড়েছে পেট খারাপ, বমি, পেটে ব্যথা এইসবও করোনার লক্ষণ হতে পারে। গ্যাসের সমস্যা ভেবে রোগকে অবহেলা করবেন না।

Advertisements

২) হঠাৎ চোখ লাল হয়ে গেলে অনেকেই তাকে সাধারণ ইনফেকশন বলে উড়িয়ে দিতে দেখা যায়। ডাক্তারি পরিভাষায় যাকে কনজাংটিভাইটিস এবং সাধারণ ভাষায় জয় বাংলা বলা হয়ে থাকে। কিন্তু বর্তমানে করোনার লক্ষণ এই চোখ লালই হতে পারে। চীনের একটি গবেষণাপত্র এমনটাই প্রকাশিত হয়েছে।

৩) কাশি হওয়া মানেই অনেকে করোনা আক্রান্ত হয়েছেন এমনটা মনে করেন। কিন্তু এমনটা নয়। করোনা আক্রান্ত হলে সেই কাশির ধরণ অস্বাভাবিক। যে সকল ব্যক্তিরা কোন যুদ্ধে জয়ী হয়েছেন তাদের কথা অনুযায়ী, একবার করোনা আক্রান্ত হলে গলার স্বর পরিবর্তন হয়ে যায়। এই কাশি একেবারে নাছোড়বান্দা অস্বাভাবিক কাশি।

৪) করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার নয়া লক্ষণ হলো কানে শুনতে না পাওয়া। চিকিৎসকেরা অনেকেই জানিয়েছেন করোনা আক্রান্ত ব্যক্তিদের কানের রিংগিং নয়েজ হচ্ছে। কোন কোন ক্ষেত্রে তাদের কানে শুনতে সমস্যাও হচ্ছে।

[aaroporuntag]
৫) মস্তিষ্ক ঠিকঠাক ভাবে কাজ না করা করোনা আক্রান্তের লক্ষণ হতে পারে। এমনকি স্মৃতিশক্তি হারাতে শুরু করতে দেখা যাচ্ছে বলেও দাবি করেছেন চিকিৎসকরা। তাই এমন কোন লক্ষ্মণ দেখলেই পরীক্ষা করিয়ে নেওয়া উচিত বলে মনে করছেন চিকিৎসকরা।

Advertisements