নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে শেষ হতে চলল ২০২৩ সাল। আর দিন সাথে পরেই ইংরেজি নতুন বছর ২০২৪ এর সূচনা হয়ে যাবে। নতুন বছরের শুরু মানেই নতুন করে যেন সবকিছু শুরু করা। নতুন বছরের শুরুতেই নানান নতুন নতুন পরিকল্পনা শুরু হয়। তবে এসবের মধ্যেই টাকা পয়সা সংক্রান্ত ৫টি নিয়মে বদল আসছে নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতেই। এই সব নিয়ম সম্পর্কে না জানলে জানুয়ারি থেকে বাড়তি টাকা খসবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
১) যে সকল ব্যক্তিরা স্টক মার্কেটে টাকা পয়সা লেনদেন করে থাকেন তাদের থাকতে হয় ডিম্যাট অ্যাকাউন্ট (Demat Account)। সেবির তরফ থেকে ডিম্যাট অ্যাকাউন্টে নিয়ে একটি নির্দেশিকা আগেই জারি করা হয়েছিল এবং তাতে বলা হয়েছিল ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেককে নমিনি আপডেট করিয়ে নিতে হবে। পরে তা বাড়িয়ে করা হয় ডিসেম্বর মাসের ৩১ তারিখ। এই সময়ের মধ্যে ছোট্ট এই কাজটি না করা হলে জানুয়ারি মাসের ১ তারিখ থেকে কোন লেনদেন করা যাবেনা বলে জানানো হয়েছে।
২) ব্যাঙ্ক লকার (Bank Locker) সংক্রান্ত নতুন চুক্তি আনা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে। যে সকল গ্রাহকদের ব্যাংকে লকার রয়েছে তাদের প্রত্যেককে নতুন সেই চুক্তিতে স্বাক্ষর করে নিতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে যদি এই কাজ না করা হয় তাহলে লকার ফ্রোজেন করা হবে।
৩) বর্তমানে দেশের অধিকাংশ মানুষেরই আধার কার্ড (Aadhaar Card) রয়েছে। তবে একইভাবে লক্ষ্য করলে দেখা যাবে বহু মানুষের আধার কার্ডে নানান ভুল-ভ্রান্তি রয়েছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বিনামূল্যে ভুল সংশোধন করার সুযোগ রয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে যদি তা করা না হয় তাহলে নতুন বছর থেকে বাড়তি টাকা দিতে হবে। বাড়তি টাকা হিসেবে লাগবে কমপক্ষে ৫০ টাকা।
আরও পড়ুন ? চারদিকে হানা দিচ্ছে আয়কর, বাড়িতে কত টাকা নগদ রাখা যায়! নিয়ম না জানলে সমস্যা
৪) রান্নার গ্যাসের (LPG) ক্ষেত্রেও নতুন বছরের নতুন মাসে দামে পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে দাম বাড়বে না কমবে তা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করছে। তবে সম্প্রতি দেখা গিয়েছে, ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের উপর কেন্দ্র সরকারের ভর্তুকিতে দাম অনেকটাই কমেছে। অন্যদিকে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম প্রতিনিয়ত বাড়াকমা করছে।
৫) টাকা পয়সা সংক্রান্ত না হলেও সিম কার্ডের (Sim Card) ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আসছে নতুন বছরে। নতুন বছরে সিম কার্ড নেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্ততপক্ষে সরকারের তরফ থেকে যে নিয়ম আনা হয়েছে তাতে এমন টাই টের পাওয়া যাচ্ছে। তবে নিয়মে করা করি হলেও বিভিন্ন ধরনের জালিয়াতি অনায়াসে ঠেকানো যাবে।