নিজস্ব প্রতিবেদন : ঘুরতে ভালোবাসেন না এমন মানুষ খুব কম দেখা যায়। ঘোরার প্রতি ভালোবাসা থাকা এই সকল মানুষেরা বছরের বিভিন্ন সময় দূরদূরান্তে বেরিয়ে পড়েন ভ্রমণের জন্য। ভ্রমণের ক্ষেত্রে গন্তব্যে পৌঁছে ভ্রমণ উপভোগ করার পাশাপাশি অনেকেই আছেন যাত্রা পথেই ভ্রমণের অর্ধেক মজা উপভোগ করে নেন। সেরকমই দক্ষিণ ভারতে এমন কিছু রেল সফর রয়েছে যে পথে একবার ভ্রমণ করলে বারবার যেতে ইচ্ছে করবে।
১) দক্ষিণ ভারতের এই রোমাঞ্চকর রেলপথগুলির মধ্যে একটি হলো পামবান সেতু। এটিকে ভারতের প্রথম সমুদ্র সেতু বলা হয়। পুরান মতে ভগবান রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য এই সেতু তৈরি করেছিলেন। পরে এই সেতুর নাম হয় রাম সেতু। এই সেতুর ওপর দিয়ে সফল করা যায় ২ কিলোমিটার ২ মিটার। এই সেতুর উপর দিয়ে যাত্রা করার অভিজ্ঞতা রোমাঞ্চকর।
২) গোয়ায় অবস্থিত ভারতের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত দুধ সাগর জলপ্রপাত। গুন্তকল থেকে ভাসকোডাগামা রেলপথের উপর পড়ে নৈসর্গিক দুধ সাগর জলপ্রপাত। ভারতের সবচেয়ে উচ্চতম এই জলপ্রপাতের উচ্চতা হল ৩১০ মিটার।
৩) উটি থেকে কুন্নুর পর্যন্ত একজোড়া ট্রেন রয়েছে। নীলগিরি মাউন্টেন রেলওয়ের এই আশ্চর্যজনক টয় ট্রেনটি আশ্চর্য রকমের ট্রেন সফরের অভিজ্ঞতা প্রদান করে। কুয়াশাচ্ছন্ন তৃণভূমি এবং সবুজ চা বাগানগুলি পশ্চিম ঘাট পর্বত মালার মধ্য দিয়ে এগিয়ে যায় এই ট্রেনটি।
৪) কন্যাকুমারী থেকে ত্রিবান্দ্রম পর্যন্ত যদি কেউ ট্রেনে সফল করে থাকেন তাহলে তিনি বারবার এই সফর করতে চাইবেন। মাত্র ২ ঘণ্টার আইল্যান্ড এক্সপ্রেস আপনাকে মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় জীবন ও সংস্কৃতির মধ্য দিয়ে যাবে।
৫) তামিলনাড়ুর সেনগোত্তাই এবং কেরল রাজ্যের কোল্লাম জংশনের মধ্যে যে রেলপথ রয়েছে তা নদী, বন, পাহাড় এবং একটি ঐতিহ্যবাহী সেতুর উপর দিয়ে নিয়ে যায়। এই রেল পথের ভ্রমণ আবশ্যিক ভাবে আপনাকে চিরস্মরণীয় করে রাখবে।