৩১শে জুলাই পর্যন্ত ফের লকডাউন জারি হল ৫ রাজ্যে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের পাশাপাশি ভারতেও ক্রমাগত বেড়েই চলেছে করোনায় সংক্রামিতের সংখ্যা। প্রতিদিনই রেকর্ড ভাঙার পালা শুরু হয়েছে। দেশে মোট সংক্রামিতের সংখ্যা সাড়ে ৫ লক্ষ ছুঁইছুঁই। পাশাপাশি পাল্লা দিয়ে দেশে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশে এখনো পর্যন্ত ১৬৪৭৫ জন মানুষের প্রাণ নিয়েছে এই ভাইরাস।

Advertisements

Advertisements

অন্যদিকে দেশজুড়ে আনলক পর্ব শুরু করেছে কেন্দ্র। কিন্তু করোনা ভাইরাসের বেড়ে চলায় ৩১শে জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশের ৫টি রাজ্য। মহারাষ্ট্র ও দিল্লির মত রাজ্যের কিছু অতি সংক্রমিত জেলায়ও কড়া ভাবে লকডাউন ঘোষণা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে ৩১শে জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর করা হয়েছে।

Advertisements

১. তামিলনাড়ু : রাজ্যে সংক্রামিতের মোট সংখ্যা ৮২২৭৫ জন। গত ২৪ ঘন্টায় মাত্র একদিনে এই রাজ্যে সংক্রামিত হন ৩৯৪০ জন। যে কারনে এই রাজ্যের সরকার চেন্নাই সহ চারটি জেলাকে সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দিয়েছিল। আর রবিবার সিদ্ধান্ত নেওয়া হয় সম্পূর্ণ রাজ্যকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে আগামী ৩১শে জুলাই পর্যন্ত।

২. অসম : এই রাজ্যে বেড়ে চলা সংক্রামিতের সংখ্যা কথা মাথায় রেখে রাজ্য সরকার আগেই রাজ্য জুড়ে ১২ ঘণ্টার কার্ফু ঘোষণা করেছিল। এই রাজ্যের কামরূপ শহরে ২৮শে জুন থেকে ১৪ দিন কড়া ভাবে লকডাউন পালন করা হবে জানানো হয়েছে। রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, প্রথম সাতদিন অর্থাৎ এক সপ্তাহ কোনো মুদির দোকানও খুলবেনা। এমনকি হবেনা কোনও সবজির সরবরাহ। রাজ্য সরকার সূত্রে খবর পাওয়া যাচ্ছে ২৭ তারিখ সম্পূর্ণ শহরে লকডাউন ঘোষণা করতে পারে রাজ্য সরকার।

৩. ঝাড়খণ্ড : ঝাড়খণ্ড রাজ্যে করোনা পরিস্থিতি সেরকম মারাত্মক নয়। তবে সতর্কতা অবলম্বন করে রাজ্য সরকার আগামী ৩১শে জুলাই পর্যন্ত রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যবাসীর উদ্দেশ্যে টুইট করে এই কথা জানান যে, পরিস্থিতির গুরুত্ব বুঝে আগামী ৩১শে জুলাই পর্যন্ত সম্পূর্ণ রাজ্যে লকডাউন চলবে।

৪. পশ্চিমবঙ্গ : বাংলায় এখনও পর্যন্ত সংক্রামিতের সংখ্যা ১৭,৯০৭। রোজই লাফিয়ে বাড়ছে সংক্রামিতের সংখ্যা। সেই কারণেই পরিস্থিতির গুরুত্ব বুঝে বৃহস্পতিবার নবান্নে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান করেন যেখানে ঠিক হয় যে আগামী ৩১শে জুলাই পর্যন্ত রাজ্যে চলবে লকডাউন।

৫. মহারাষ্ট্র : রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনাভাইরাস সংক্রামিতের সংখ্যা। পরিস্থিতি বিবেচনা করে ফের লকডাউনের মেয়াদ আগামী ৩১শে জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল মহারাষ্ট্র সরকার। ঘোষণা করা হয়েছে, ফের অপ্রয়োজনীয় শপিং অথবা অন্য কোনো কাজে বাইরে বেরনোর উপর নিষেধাজ্ঞা জারি করা হতে চলেছে। প্রয়োজনীয় কাজে বের হলেও সাধারণ মানুষকে মাস্ক পরতে হবে। পাশাপাশি বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব।

Advertisements