বাতিল উত্তরবঙ্গগামী ৫ ট্রেন! ভোগান্তি দূর করতে চলবে বাড়তি বাস, দেখে নিন সূচি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাসে যখন দূরদূরান্ত থেকে পর্যটকরা উত্তরবঙ্গ (North Bengal) সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরতে যান, ঠিক সেই সময় রেলের (Indian Railways) তরফ থেকে বাতিল করা হয়েছে ৫টি দূরপাল্লার ট্রেন। এই সকল ট্রেন বাতিল হওয়ার খবর জানাজানি হতেই রীতিমত মাথায় হাত পর্যটক থেকে শুরু করে সাধারণ যাত্রীদের। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, পর্যটক এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি দূর করতে বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)।

Advertisements

ট্রেন বাতিল রাখার কারণ : রেল লাইনে কাজ চলার জন্য ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামপুরহাট শাখার অন্তর্গত চাতরা থেকে মুরারই পর্যন্ত তৃতীয় লাইনের কাজ চলবে। এই কাজ চলার কারণেই রেলের তরফ থেকে আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার পর বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি।

Advertisements

কোন কোন ট্রেন বাতিল থাকছে : উত্তরবঙ্গগামী পাঁচটি ট্রেন বাতিল থাকবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। যে সকল ট্রেনগুলি হল হাওড়া-গয়া এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস, মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এছাড়াও ১৪ টি মেমু ট্রেন বাতিল রাখা হবে। পাশাপাশি ২০টি দূরপাল্লার ট্রেন চালানো হচ্ছে ব্যান্ডেল-কাটোয়া-নিউ ফারাক্কা রুটে।

Advertisements

এমনিতেই ডিসেম্বর মাসে বেশি ছুটি এবং স্কুল পড়ুয়াদের পরীক্ষা হওয়ার পর ছুটি থাকার কারণে উত্তরবঙ্গে প্রচুর পর্যটকদের ঢল দেখা যায়। এমন পরিস্থিতিতে প্রতিবছরই ডিসেম্বর মাসে উত্তরবঙ্গগামী ট্রেনগুলি থাকে হাউসফুল। এমন চাহিদার সময়ে বিপুল সংখ্যক ট্রেন বাতিল থাকায় অন্যান্য ট্রেনগুলিতে চাপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অনেকেই টিকিট না পেয়ে নিজেদের পরিকল্পনা বাতিল করছেন। তবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাড়তি বাস চালানোই কিছুটা হলেও স্বস্তিতে পর্যটক ও সাধারণ যাত্রীরা।

বাড়তি বাস : উত্তরবঙ্গগামী পাঁচটি ট্রেন বাতিল হলেও কলকাতা থেকে সরাসরি শিলিগুড়ির বাস পাওয়া যাবে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই সময়ের ব্যবধানে মোট চারটি বাড়তি বাস চালানো হবে। একইভাবে শিলিগুড়ি থেকে কলকাতা বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বেশ কিছু বাস এখন শিলিগুড়ির জন্য চলাচল করছে। যেমন আসানসোল থেকে সরাসরি শিলিগুড়ির একটি বাস চালু করা হয়েছে।

Advertisements