Amrit Bharat Express Trains: আসছে আরও ৫০ অমৃত এক্সপ্রেস! মিলবে ৩ সুবিধা

50 more Amrit Bharat Express trains are going to be added in Indian railways: ভারতীয় রেলওয়ে বোর্ড জনগণের সুবিধার্থে বরাবর নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। একমাত্র ট্রেনের মাধ্যমে আপনি স্বল্প খরচে যে কোন জায়গায় ভ্রমণ করতে পারবেন। ধনী থেকে গরিব সবাই এই পরিবহন ব্যবস্থার সাহায্য নিয়ে থাকে। চলতি আর্থিক বছরে যাত্রীদের জন্য রেল কর্তৃপক্ষ এনেছে নতুন চমক। মোট ৫০টি অমৃত ভারত ট্রেন (Amrit Bharat Express Trains) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত ট্রেনে থাকবে স্লিপার-জেনারেল কোচ। অমৃত ভারত ট্রেনগুলি করা হয়েছে জাফরান রঙের এবং এতে ব্যবহার করা হবে পুল-পুশ প্রযুক্তি। এই ট্রেনগুলো স্বচ্ছন্দে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চালানো যাবে। উচ্চ গড় গতির কারণে, এই ট্রেনগুলি রাজধানী এক্সপ্রেসের তুলনায় গন্তব্যস্থলে পৌঁছাতে অনেক কম সময় নেবে। তাদের কোচের সুযোগ-সুবিধা মেইল-এক্সপ্রেসের চেয়ে ভালো হবে।

ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেছেন যে, এই আর্থিক বছরে (২০২৪-২৫) অমৃত ভারত ট্রেনের (Amrit Bharat Express Trains) মোট ১২৩০টি কোচ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্লিপার ক্যাটাগরির (LWSCH) ৬০০ কোচ, জেনারেল ক্যাটাগরির (LWS) ৪৪০ কোচ এবং গার্ড-স্লিপার ক্যাটাগরির (LSLRD) ১৩০টি কোচ তৈরি করা হবে। চলতি আর্থিক বছরে মোট ৫০টি অমৃত ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনগুলোর কোচ হবে স্লিপার-জেনারেল। অমৃত ভারত সাধারণ রেল যাত্রীদের জন্য একেবারে উপযুক্ত ট্রেন।

যাত্রীদের জন্য আরও সুখবর হলো, অমৃত ভারতে (Amrit Bharat Express Trains) টয়লেটের নকশা বন্দে ভারত ট্রেনের মতোই গড়ে তোলা হয়েছে। পুরো ট্রেনে প্ল্যাটফর্মে না নেমেই কোচের ভেতর থেকে শেষ কোচে পৌঁছানো যায়। এখনি অবশ্য নন-এসি কোচে এই সুবিধা নেই। লাগেজ র্যাক উঁচু এবং চওড়া। সাধারণ শ্রেণীর কোচের বার্থেও বসানো হয়েছে কুশন। প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে ট্রেনের সামনে ও পেছনে বিশেষ ধরনের এসএলআর কোচ বসানো হয়েছে।

ভারতীয় রেলের অমৃত ভারত ট্রেনগুলি (Amrit Bharat Express Trains) এমনভাবে তৈরি করা হবে যাতে কোনও ধাক্কা না লাগে। এতে থাকবে আধা স্থায়ী কাপলার। এটি এলএইচবি প্রযুক্তির উন্নত সংস্করণ। পুল-পুশ প্রযুক্তির কারণে অমৃত ভারত ট্রেনের গড় গতি রাজধানী ট্রেনের চেয়ে বেশি হবে। যার কারণে গন্তব্যে পৌঁছতে রাজধানী এক্সপ্রেসের তুলনায় এই ট্রেনগুলি কম সময় নেবে। যেখানে ভাড়া হবে রাজধানীর তুলনায় কম।

আরও পড়ুন 👉 Vande Bharat Express Sleeper: বন্দে ভারত এক্সপ্রেস অতীত! স্লিপার ভার্সনে মিলবে এই ৭ সুবিধা

রেলওয়ে বোর্ড সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অমৃত ভারত ট্রেন (Amrit Bharat Express Trains) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী, শতাব্দী, দুরন্ত ও বন্দে ভারত ট্রেন এই গতিতে চলছে। মেল-এক্সপ্রেস ট্রেন প্রতি ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে চলে। সামনে এবং পিছনে দুটি ইঞ্জিন সহ অমৃত ভারত ট্রেনের গড় গতি পুল-পুশ প্রযুক্তির কারণে বৃদ্ধি পায়। এতে দ্রুত গতিতে চালানো এবং ট্রেন থামানো সম্ভব। এটি তাদের গড় গতি বাড়ায়।

সমস্ত সুবিধা এবং দ্রুত ভ্রমণের জন্য অমৃত ভারত ট্রেনের ভাড়া মেইল-এক্সপ্রেসের তুলনায় ১৫ থেকে ১৭ শতাংশ বেশি হবে। এর ইঞ্জিন হবে বন্দে ভারত-এর আদলে, যা হবে সম্পূর্ণ জাফরান রঙের। যেখানে এর কোচের জানালার উপরে এবং নীচে একটি জাফরান রঙের ডোরা থাকবে।